শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন

উত্তরায় পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ

রফিকুল ইসলাম মিঠু / ৮৯ সময়
আপডেট: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

রাজধানীর উত্তরায় পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালের দিকে উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। নাইন এমএম তারাশ পিস্তলটি ছাড়াও একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ডিএমপির উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৪ নম্বর সেক্টরে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের দক্ষিণ পাশের বাউন্ডারি সংলগ্ন ড্রেন থেকে নাইন এমএম পিস্তল, ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।’

তিনি আরো বলেন, ‘উদ্ধার হওয়া পিস্তলটি পুলিশেরই। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তীতে অস্ত্রটি রাজাবাগের কেন্দ্রীয় অস্ত্রাগারে পাঠানো হবে। সেখান থেকে অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা করা হবে।’

ওই অস্ত্রটি সচল কিনা এবং গুলি ছোড়া হয়েছে কি না জানতে চাইলে ওসি হাবিব বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অস্ত্রটি সচল রয়েছে। সেটি দিয়ে গুলি করা হয়েছে কি না, তা পরীক্ষা ছাড়া বলা কিছু বলা সম্ভব নয়। ধারনা করা হচ্ছে ৫ তারিখেই কেউ অস্ত্রটি লুটে নিয়ে ছিল। অবস্থা বেগতিক দেখে নালায় ফেলে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ বলেন সঠিকভাবে পরীক্ষা করলে বেরিয়ে আসতে পারে হাতের ছাফ।

=========


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর