পলাতক আসামী মোঃ আমির হোসেন গ্রেফতার
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে গাজীপুর জেলার টঙ্গী থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হোসেন (১৪) হত্যাকান্ডের মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী মোঃ আমির হোসেন (৩০)’কে আশুলিয়া এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোরালো তৎপরতা অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এবং র্যাব-১০ এর যৌথ আভিযানিক দল ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রাতে গাজীপুর জেলার টঙ্গী থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হোসেন (১৪) হত্যা মামলায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী (বন্দি নম্বর ১০১৯) মোঃ আমির হোসেন (৩০)’কে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ মোঃ আমির হোসেন,পিতা-তাজুল ইসলাম।সাং-দক্ষিণ মান্দারতলী,* *থানা-মতলব উত্তর,জেলা-চাঁদপুর
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত মোঃ আমির হোসেন (৩০) অপহরণ ও হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত একজন আসামী। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৬ আগস্ট ২০২৪ তারিখ জেল হতে পলায়ন করে দেশের বিভিন্ন স্থানে নিজেকে আত্মগোপন করে আসছিলো । ধৃত আসামী আরও জানায় যে, ভিকটিম হোসেন (১৪)’এর সাথে দীর্ঘদিন ধরে লেনদেনের বিষয় নিয়ে বিরোধের জের ধরে আসামী আমির হোসেন তার বন্ধু নুর আলম ও রিপন এবং তাদের সহযোগীদের নিয়ে ভিকটিম এর উপর প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ খুঁজতে থাকে।
বিগত ০৫ জুন ২০১০ খ্রি. দুপুর ১৩.২০ ঘটিকায় ভিকটিম এর বাড়ির পার্শ্বে চা দোকান হতে ভিকটিমকে তুলে নিয়ে পাগার এলাকায় অপহরণ পূর্বক মুক্তিপণ দাবি করে । পরবর্তীতে মুক্তিপণ না পেয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। উক্ত ঘটনায় টঙ্গী থানায় ভিকটিম এর বাবা বাদী হয়ে একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত আসামীকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
=========