শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন

নড়াগাতীতে জমি নিয়ে বিরোধ, সৎ ভাইয়ের সাথে মারামারিতে আহত ২

নড়াইল প্রতিনিধি / ২০ সময়
আপডেট: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

নড়াইল জেলার নড়াগাতী থানার যোগানিয়া গ্রামে রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে যোগানিয়া হাটসংলগ্ন পূর্ব পাশে মারামারি ঘটনা ঘটে।

ঘটনা স্থলে গিয়ে জানযায় জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আব্দুর রহিম শেখের সাথে, সৎ ভাই পান্না শেখের সাথে বিরোধ চল আসছিলো।

গতকাল রবিবার আব্দুর রহিম শেখ (৬০) সেই জমি থেকে কলা কাটতে গেলে বাঁধা দেয় সৎ ভাই পান্না (৫৫), সাহিন শেখ (৪৫), পিতা মৃত গফুর শেখ, শাকিল শেখ (২৬), নয়ন শেখ (১৮) পিতা পান্না শেখ,সাগর শেখ(২৪),আজিম শেখ(২২) পিতা,সাহিন শেখের কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি ঘটনা ঘটে।

এসময় দেশীয় অস্ত্রশস্ত্র রাম দা, লাঠি সোটার আঘাতে গুরুতর আহত হয় পান্না শেখ, স্থানীয় ডাক্তারের চিকিৎসা নেন, ও গুরুতর আহত আব্দুর রহিম শেখ ৯৯৯ কল দিয়ে পুলিশের সহায়তা চাইলে নড়াগাতী থানার এস আই পুলক মন্ডল সংগীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

পরিবর্তিতে আব্দুর রহিম শেখ কে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষ থেকে মামলা দায়ের হয়নি।

≠========


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর