শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন

সাভারে জোড়া খুনের ঘটনায় আসামী গ্রেফতার

রিপন মিয়া, আশুলিয়া / ৩২ সময়
আপডেট: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_131072

সাভার আমিন বাজার জোড়া খুন পিতা-পুত্র হত্যাকান্ডের মূলহোতা ২জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

সাভার আমিন বাজার এলাকায় চাঞ্চল্যকর জোড়া খুন পিতা-পুত্র হত্যাকান্ডের মূলহোতা আনিস সরদার (২৬)’সহ ০২জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোরালো তৎপরতা অব্যাহত রেখেছে।

গত ০২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ দুপুরে ঢাকা জেলার সাভার থানাধীন আমিন বাজার রুপালি- সৈকত হাউজিং এর ভিতর গরুর খামারীর ও তার শিশু সন্তানের অর্ধ গলিত পচা দুর্গন্ধযুক্ত মৃতদেহ পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সাভার আমিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর পিতা -পুত্র জোড়া হত্যাকান্ডের মুলহোতা সহ নিম্নোক্ত ০২ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়:

*(ক) মোঃ আনিস সরদার(২৬), জেলা-সিরাজগঞ্জ ।*
*(খ) আদিল বিশ্বাস (২৪), জেলা-চাপাইনবাবগঞ্জ।*

২। ঘটনার বিবরণে জানা যায় যে, নিহত ভিকটিম ফুয়াদুল ইসলাম (৫৪) মেহেরপুর জেলার গাংনী থানার কাজীপুর গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে সাভার আমিনবাজার এলাকার রুপালী-সৈকত হাউজিং এলাকায় একটি গরুর খামার দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। ভিক্টিম ফুয়াদুল ইসলামের সাথে তার ১.৬ বছর বয়সের পুত্র সন্তান আশিক একত্রে বসবাস করে আসছিল।

০৩। গত ০২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ ধৃত আসামী আনিস সরদার, আদিল বিশ্বাস ও তার সাথে থাকায় আরো অন্যান্য পলাতক সহযোগীরা প্রথমে ভিকটিম ফুয়াদুল ইসলামকে গলা কেটে হত্যা করে,পরবর্তীতে তার শিশু পুত্র আশিক(১.৬) কে গলা কেটে দ্বিখন্ডিত করে হত্যা করে। পরবর্তীতে লাশ গুম করার জন্য ভিকটিমের খামারের ভিতরে মাটিচাপা দিয়ে রাখে।পরবর্তীতে ভিকটিমের লাশ শিয়াল মাটি খুড়ে বের করলে নৃশংস এই হত্যাকান্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রিন্ট ইলেক্ট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হয়।

০৪। এরই ধারাবাহিকতায় গত ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ র‍্যাব-৪ সিপিসি-২ অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহযোগিতায় উক্ত হত্যা মামলার প্রধান আসামি আনিস সরদার সহ ০২ জনকে ঢাকা জেলার আমিন বাজার এলাকা হতে গ্রেফতার করে। ধৃত আসামিরা জানায় যে জানা যে, তারা দীর্ঘদিন ধরে সাভার হেমায়েতপুর ও আমিনবাজার এলাকায় চুরি ও ছন্তাইকারী চক্রের সক্রিয় সদস্য। ধৃত আসামিরা জানায় যে, ভিকটিমের খামারের গরু চুরি করার জন্য তারা ভিকটিম ফুয়াদুল ইসলাম ও তার শিশু সন্তান আশিক(১.৬)’কে হত্যা করে।

৫। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর