শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন

অপপ্রচারকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান-গাজী ওয়াহিদুজ্জামান লাভলু

নিজস্ব প্রতিবেদক / ১৬ সময়
আপডেট: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

অপপ্রচারকারী ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে পিরোজপুরবাসীকে সজাগ থাকার আহবান জানিয়েছেন পিরোজপুর জেলা বিএনপির সদস‍্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
তিনি বলেন, দুস্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হওয়ায় তারা ব্যাপক অপপ্রচারে নেমেছে। তারা পিরোজপুর জেলা বিএনপির অর্জিত সুনাম নস্যাৎ করতে সাংবাদিকদের অসত্য, মিথ্যা ও বানোয়াট তথ‍্য দিয়ে সংবাদ প্রকাশের মাধ‍্যমে অপপ্রচার  অব্যাহত রেখেছে।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা ব্যাপক অপপ্রচার চালাচ্ছে। বিগত ১৭ বছর অপপ্রচার চালিয়েও পিরোজপুর জেলা বিএনপির ক্ষতি করতে পারেনি তারা বরং বিএনপি আরো শক্তিশালী হয়েছে। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা একটি গোষ্ঠী পতিত স্বৈরশাসক শেখ হাসিনার আস্থাভাজন কতিপয় আওয়ামী নেতাদের সঙ্গে নিয়ে অপপ্রচারে নেমেছে। তবে যে কোন মূল্যে অপপ্রচারকারীদের সমুচিত জবাব দিতে পিরোজপুর জেলা বিএনপি প্রস্তুত। প্রতিবেদকের সাথে একান্ত আলাপকালে উপরোক্ত মন্তব্য করেন তিনি।
তিনি একপর্যায়ে বলেন, দলের দুঃসময়ে তাদেরকে আমরা রাজপথে পাইনি, তারা এখন অতি বিপ্লবী। তারা ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলছে। এই অপপ্রচারকারীরা একসময় কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে আওয়ামী দুঃশাসনের সময় আমরা যখন রাজপথে থেকে ভয়াবহ অত‍্যাচার নির্যাতন সহ‍্য করেছি তখন তারা পিরোজপুর থেকে পালিয়ে যায়।
গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এলাকায় ফিরে পুনরায় মাথা চাড়া দিয়ে উঠেছে। তারাই এখন অপপ্রচার চালাচ্ছে। গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, গত ২০২২ সালের ১৫ এপ্রিল পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পাওয়ার পর পিরোজপুর জেলা বিএনপি ও এর অন্তর্ভুক্ত প্রতিটি ইউনিট বিএনপি ও এর অঙ্গসংগঠন শক্তিশালী দুর্গে পরিণত হয়। যে কারণে ফ্যাসিবাদের বিরুদ্ধে পিরোজপুর জেলা বিএনপি ব্যাপক সাংগঠনিক শক্তি প্রদর্শন করতে সক্ষম হয়।
গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ক‍্যারিয়ার। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে ৯ম শ্রেণিতে পড়াকালীন অবস্থায় জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন।
এরপর পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে পড়াবস্থায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তিনি পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি, জেলা বিএনপির প্রচার সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি পিরোজপুর সদর উপজেলায় দীর্ঘ ১৩ বছর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে একাধিকবার কারাবরন করেন। অসংখ্য মামলায় তাকে অভিযুক্ত করা হয়। ব্যাপক নির্যাতিত ও নিপীড়নের শিকার হয়েছেন তিনি। গাজী ওয়াহিদুজ্জামান লাভলু পিরোজপুর জেলা বিএনপির হাতকে শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেন।
অপরদিকে তিনি অপপ্রচারকারীদের বিরুদ্ধে পিরোজপুরবাসীকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, সাংগঠনিক শক্তি, দলীয় আনুগত্য এবং তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ফ্যাসিবাদের দোসররাই পিরোজপুর জেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে অপপ্রচারকারীদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
==========


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর