শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন

এমডির আদেশ মানছে না সিবিএ নেতারা

রফিকুল ইসলাম মিঠু / ৫৭ সময়
আপডেট: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা ওয়াসার সদ্য নিয়োগ প্রাপ্ত এমডি প্রকৌশলী এ কে এম শহিদ উদ্দিনের আউটসোর্সিংয়ে জনবল নিয়োগের নির্দেশনা বাতিলের আদেশ মানছেনা এমপ্লয়িজ ইউনিয়নের একাংশ ও কিছু কর্মকর্তা।

ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ  ইউনিয়ন ৩১৮৫ (সিবিএ)  সভাপতি আজিজুল আলম খান ও সেক্রেটারি মনির হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া যায়।

বিগত ১৫ বছরে বিএনপির মিটিং মিছিলে দেখা যায়নি অথচ বিএনপির নাম ভাঙ্গিয়ে ক্ষমতার দাপট দেখাচ্ছে বলে সাধারন কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন।

বিএনপি’র পক্ষ থেকে সকল প্রকার অন্যায় অনৈতিক কার্যক্রম পরিহার করার নির্দেশ থাকার পরেও ঢাকা ওয়াসার ট্রেড ইউনিয়ন ৩১৮৫ (সিবিএ) আজিজ-মনির গংরা আর্থিক লেনদেনের মাধ্যমে নতুন নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য ও পদন্নোতি বাণিজ্য শুরু করেন।

গত ২৫/০৮/২০২৪ ইং তারিখে ঢাকা ওয়াসার  ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ,কে, এম শহীদ উদ্দিন আউটসোর্সিং বাতিল করে প্রায় ২৫০০ কর্মচারীদের চাকুরি স্থায়ীকরনের জন্য মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করেন। কিন্তু আজিজ এবং তার সহযোগীরা  টাকার বিনিময়ে ২০০ জন আউটসোর্সিং কর্মচারী নতুন নিয়োগের মধ্যে প্রথম ধাপে ৩৫ জন নিয়োগ দেন, এদের মধ্যে সাধারন সম্পাদক মনির পাটোয়ারীর ছেলে জাকির হোসেন অপু নিয়োগ পান। বাকিদের নিয়োগ দিতে প্রশাসন এর উপর চাপ প্রয়োগ করছে বলে ওয়াসা সুত্র নিশ্চিত করেন।

রাজস্ব জোন ৬ এর উপপ্রধান রাজস্ব  কর্মকর্তা মোহাম্মাদ এনামুল হক  স্ব পদে এবং রাজস্ব  জোনে বহাল থাকার জন্য ৩০ লক্ষ টাকায় সিবিএর সাথে গোপনে চুক্তি করেন। অভিযোগের বিষয়ে এনামুলের সাথে ফোনে যোগাযোগ করা হলে,তিনি অভিযোগ শুনে কোন মন্তব্য না করে সংযোগকেটে দেন।

নারায়ণগঞ্জের পানি সাপ্লাই  সিটি কর্পোরেশনের আওতায় থাকার পরেও টাকার বিনিময়ে  নারায়নগঞ্জের আউটসোর্সিং এর কর্মচারীদের ঢাকা ওয়াসাতে নিয়োগ দেয়া হচ্ছে। অথচ বিনা অপরাধে আউটসোর্সিং চাকরিচ্যুত দের পুনরায় নিয়োগের জন্য টাকা দাবি করেন,টাকা না পেয়ে চাকরি ফিরিয়ে দিতে গড়িমষি শুরু  করেন।

গত ২৫/০৮/২০২৪ ইং ঢাকা ওয়াসার  আউটসোর্সিং কর্মচারীরা চাকরি স্থায়ীকরনের দাবিতে ওয়াসা ভবনে উপস্থিত হন। শৃঙ্খলা বজায় রাখতে  বাংলাদেশ সেনাবাহিনী আউটসোর্সিং কর্মচারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে কর্মচারীদের দাবিতে ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের জন্য মন্ত্রণালয়ে চিঠি প্রদান করেন ওয়াসা কর্তৃপক্ষ। এরই মধ্যে এমপ্লয়ীজ ইউনিয়নের ব্যানারে এর পক্ষ থেকে ২৫০০ আউটসোর্সিং কর্মচারীদের মাথাপিছু ৩ লক্ষ টাকা করে চাঁদা দাবি করা হয়।

চাঁদা না দিলে মন্ত্রণালয় থেকে ফাইল ছাড়া হবে না বলে ভয় দেখানো হচ্ছে বলে আউট সোর্সিং কর্মচারী অভিযোগ করেন।
অনুসন্ধানে দেখা যায়,আজিজ কিছু দিন পর পর চিকিৎসার নামে  দেশের বাহিরে ভ্রমণ করেন। প্রতিবেদন প্রকাশের জন্য ওয়াসা অফিসে গিয়ে জানা যায় আজিজ বিদেশে গেছেন। আউটসোর্সিং নতুন লোক নিয়োগ বানিজ্য  করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। অভিযোগ রয়েছে যে গত ০১/০৯/২০২৪ ইং তারিখের আউটসোর্সিং নতুন নিয়োগে জন প্রতি নিয়োগ দিতে মোটা অংকের উৎকোচের বিনিময় করেছে আজিজ- মনির গং।

অনুসন্ধানে, মনিরের মিরপুরে ছয়তলা বাড়ি (এফ ব্লক রোড ৭ বাড়ি নং ৩) সহ নামে-বেনামে বিপুল পরিমান সম্পদের অভিযোগ পাওয়া যায়। আউটসোর্সিং বাতিল করে এমডি’র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে অথচ এখনো  আউটসোর্সিং এ নিয়োগ হচ্ছে। এই নিয়োগের বৈধতা নিয়ে রয়েছে সংশয়।

=========


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর