আশুলিয়ায় শীর্ষ সন্ত্রাসী রনি ভুঁইয়া র্যাবের হাতে আটক! জনমনে স্বস্তি
আশুলিয়ার কুখ্যাত সন্ত্রাসী রনি ভুঁইয়াকে র্যাব-৪ ও র্যাব-১ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে, যা জনমনে ব্যাপক স্বস্তি এনে দিয়েছে।
৩০ বছর বয়সী রনি ভুঁইয়া ঢাকা জেলার আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং একাধিক হত্যা ও অস্ত্র মামলার আসামি ছিলেন।
গত ২২ অক্টোবর ২০২৪, রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরে পরিচালিত অভিযানে রনি ভুঁইয়াকে গ্রেফতার করা হয়। তিনি আশুলিয়ার জামগড়া এলাকার বাসিন্দা। ২০২৪ সালের ৫ আগস্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তার নেতৃত্বে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিরীহ ছাত্র ও সাধারণ জনগণের ওপর হামলা চালানো হয়, যার ফলে অনেক ছাত্র-জনতার মৃত্যু ঘটে।
রনি ভুঁইয়ার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে, যার মধ্যে খুন, চাঁদাবাজি, ভূমি দখল, এবং অবৈধভাবে ব্যবসা দখল করার অভিযোগ প্রাধান্য পেয়েছে। তিনি আশুলিয়া থানা যুবলীগের সভাপতি ছিলেন এবং প্রভাব খাটিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন বলে স্বীকার করেছেন।
আটক রনির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এলাকাবাসী তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ করেছেন, যার মধ্যে রয়েছে বাড়ি, দোকান, এবং জমি দখলের অভিযোগ। রনির পিতা বকুল ভুঁইয়াও তার প্রভাব খাটিয়ে বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে জড়িত বলে স্থানীয়রা দাবি করেছেন।
=======