ঘুষ নিয়ে মামলা থেকে আসামী বাদ দিলেন এসআই শিপন
১২ হাজার টাকা ঘুষ নিয়ে মামলা থেকে তিনজন বিবাদীর নাম বাদ দেয়ার অভিযোগ উঠেছে পটুয়াখালী সদর থানার এস আই শিপন শেখের বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা যায়, পটুয়াখালী সদর থানার ৮ নং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম হেতালিয়া গ্রামের নুরজাহান বেগম(৩০) পটুয়াখালী থানায় হাজির হয়ে মামলা করতে চাইলে থানায় মামলা নিতে গড়িমসি করেন। পরবর্তিতে কোর্টে উপস্থিত হয়ে গত এপ্রিল মাসের ৯ তারিখ মামলা দায়ের করেন।যার মামলা নং ৬০০ স্মারক নং ৯৫, কোট থেকে মামলার তদন্ত দেয়া হয় থানায়। তদন্ত পেয়ে এস আই শিপন শেখ মামলার তদন্ত শেষে কোর্টে ফাইনাল রিপোর্ট দাখিল করেন জাুলাই মাসের ৩১ তারিখে।
তদন্তে তিন মাস সময় অতিবাহিত করে অবশেষে মামলায় অভিযুক্ত পাঁচজন আসামী থাকলেও আসামীর পক্ষ থেকে ১২ হাজার টাকা ঘুষ নিয়ে তিনজন আসামীর নাম বাদ দিয়ে তদন্ত শেষে ফাইনাল রিপোর্ট জমা দেন শিপন শেখ। এছাড়াও রিপোর্ট লিখতে টাকা লাগবে বলে বাদী নুরজাহানের কাছ থেকে দুই হাজার টাকা এবং বিবাদীর নিকট থেকে ১২হাজার টাকা ঘুষ নিয়েছেন এস আই শিপন এমনটি অভিযোগ করেন নুরজাহান।
উল্লেখ্য যে গত ৮/০৪/২০২৪ ইং তারিখ মারধরের ঘটনায় নুরজাহান থানায় হাজির হয়ে মামলা করতে গেলে গড়িমসি করে, যে কারণে বাধ্য হয়ে কোর্টে মামলা করেন তিনি। ইতপূর্বে ১৩/০৪/২০২২ ইং তরিখে গাছ কাটার বিরোধ নিয়ে থানায় হাজির হয়ে নুর জাহান বেগম একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার বিষয়ে তদন্ত করেন এসআই রাসেল কিন্তু অজ্ঞাত কারণে থেমে যায় তদন্ত কার্যক্রম। এঘটনায় বাদী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।
পটুয়াখালী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মুঠোফোনে বলেন, বাদীকে থানায় পাঠান, আমি বিষয়টি দেখবো।
==========