বাড়ৈখালীতে আঃলীগ নেতার নেতৃত্বে পরকিয়ার শালিসকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা
মুন্সীগঞ্জের শ্রীনগরে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে পরকিয়ার শালিস মীমাংসা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন ৮নং ওয়ার্ডের দীঘিরপাড় এলাকায় প্রবাসীর স্ত্রীর সাথে পরকিয়াকালে হাতে নাতে আটক হওয়া পরকিয়া প্রেমিক যুগলের শালিস মীমাংসাকে কেন্দ্র করে এলাকায় এ উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, গত ২৫ অক্টোবর শুক্রবার রাত ১২টার দিকে ঐ এলাকার বাহাদুরের ছেলে সিংগাপুর প্রবাসী শাহীন (২২) এর স্ত্রী আলভি আক্তার(১৯) নিজ ঘরে প্রতিবেশি মহিউদ্দিন এর ছেলে নিঝুম (২৬)কে এলাকাবাসী হাতে নাতে আটক করে। ঐদিনই ইউনিয়ন আঃলীগ সহ-সভাপতি আইয়ুব মিয়া বিষয়টি শালিস বৈঠকের মাধ্যমে সমাধানের ঘোষণা দেন এবং আলভি আক্তারকে তার খালু ও মায়ের নিকট এবং পরকিয়া প্রেমিক নিঝুমকে শালিস কারক আওয়ামী লীগ নেতা নিজেই তার জিম্মায় ছাড়িয়ে নেন এবং ৩১ ই সেপ্টেম্বর বিকাল ৪ ঘটিকায় পুনরায় সালিশ হবে বলে ঘোষণা করেন।
আঃলীগ নেতার নেতৃত্বে শালিস চলাকালে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।পরকিয়া প্রেমিকা আলভি আক্তারের আলিফ নামে ৩ বছরের একটি শিশু সন্তান রয়েছে।
জানা যায়, গত ৩ মাস পূর্বেও উক্ত পরকিয়া প্রেমিক যুগলকে আটক করে ছেড়ে দেন এলাকাবাসী। ঘটনার পর হতেই আলভিকে নিয়ে সংসার করবেন না বলে জানিয়ে দেন প্রবাসী স্বামী শাহিন। উক্ত নিঝুম একই এলাকায় ইতোপূর্বে সংবদ্ধ ধর্ষনের ঘটনা ঘটিয়ে টাকা দিয়ে পার পেয়ে গেছেন বলে জানান স্হানীয়রা।
আলভি আক্তার বলেন, বিয়ের কথা বলে আমার সাথে দীর্ঘ এক বছর শারীরিক সম্পর্ক রেখেছে, আমার আগের সংসার শেষ, আমাকে এখন বিবাহ করতে হবে।
এ ব্যপারে নিঝুমের সাথে কথা বললে জানা যায়, সে কিছুতেই আলভি কে বিয়ে করতে ইচ্ছুক নন।
আলভি আক্তারের চাচা শ্বশুর মোঃ আহাদুল ইসলাম বলেন, তাদের কে ধরতে গেলে নিঝুম আমাকে কিল ঘুসি মেরে পালাতে চেষ্টা করেন এবং আমাকে গুলি করে মেরে ফেলবে বলে হুমকি দেন এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ব্যাপারে বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব মিয়ার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মেয়েটাকে তার ও খালু জিম্মা নেয়ার পর তার মায়ের সমস্যা হওয়াতে মীমাংসার তারিখ পিছিয়ে দেয়া হয়েছে।
========