বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন

মার্কিন দূতাবাস দলের সাথে কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক / ১১ সময়
আপডেট: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
মার্কিন দুতাবাসের সাথে কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক চিফ এরিক গিলানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে মার্কিন দূতাবাসের রিজিওনাল সিকিউরিটি অফিসার ডেনিয়েল ব্লাকমোর, ডিপার্টমেন্ট অব জাস্টিসের প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট নিক মুনির এবং নাবির মাহমুদ উপস্থিত ছিলেন।

এসময় এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভিন্ন প্রশিক্ষণে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি ধন্যবাদ জানান ডিএমপি কমিশনার।

বৈঠকে ডিএমপি ও মার্কিন দূতাবাসের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে উভয় পক্ষের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়াও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে করণীয় নির্ধারণ করা, সিটিটিসি কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি, সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম ও ট্রান্সন্যাশনাল ক্রাইমের মতো অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা ও পেশাগত মানোন্নয়নে একে অপরকে সহযোগিতা দিতেও একমত হন তারা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর