নিপ্পন পেইন্ট আইডা অ্যাওয়ার্ড ২০২৪ এর পুরস্কার বিতরণ

২৩ ফেব্রুয়ারি শনিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এশিয়ার অন্যতম শীর্ষ পেইন্ট ব্র্যান্ড “নিপপন পেইন্ট” ২০০৮ সাল থেকে আর্কিটেকচার এবং ইন্টেরিয়র ডিজাইনার ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের উৎসাহিত করতে আন্তর্জাতিকভাবে এই অ্যাওয়ার্ড চালু করেছে। বাংলাদেশের শিক্ষার্থীরা এই প্রতিযোগীতার সাথে যুক্ত হন ২০১৬ সাল থেকে। এ বছর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।
২০২৪ সালের আইডা অ্যাওয়ার্ড প্রতিযোগীতায় আর্কিটেকচার ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার পেয়েছেন চুয়েটের মোঃ মনসুরুন্নবী এবং সিলভার পুরস্কার পেয়েছেন বুয়েটের নাজিফা নাওয়ার সুবহা। ইন্টেরিয়র ডিজাইন ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার পেয়েছেন চুয়েটের মাহদ্বিয়া রাহমান এবং সিলভার পুরস্কার পেয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ফারিয়া আহমেদ। উভয় ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার বিজয়ীরা সার্টিফিকেটের পাশাপাশি ৫০ হাজার টাকা এবং সিলভার পুরস্কার বিজয়ীরা ২৫ হাজার টাকা প্রাইজমানি হিসেবে পেয়েছেন। বিজয়ীরা এ বছর জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য আইডা সামিটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
বাংলাদেশসহ ২১ টি দেশের ৪২ জন প্রতিযোগীর মধ্যে উভয় বিভাগের আন্তর্জাতিক গোল্ড বিজয়ী প্রতিযোগীরা হার্ভার্ড ডিজাইন ডিসকভারি সামার প্রোগ্রামে ৩ সপ্তাহের জন্য অংশগ্রহণের সুযোগ পাবেন। ফ্লাইট, খাবার ভাতা, বাসস্থান সুবিধাও দেওয়া হবে যার মূল্যমান ১০ হাজার মার্কিন ডলার। পুরস্কার প্রদান অনুষ্ঠানে আইএবি- এর সভাপতি আবু সাঈদ এম আহমেদ, নকশাবিদ আর্কিটেক্টস এর প্রতিষ্ঠাতা বায়েজিদ এম. খন্দকার, বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ জাকিউল ইসলাম, নর্থ সাউথ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের অধ্যাপক নন্দিনী আউয়াল, তানিয়া করিম এন আর খান এন্ড এসোসিয়েটসের পার্টনার তানিয়া করিম ও নুরুর রহমান খান, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এস এম নাজিমুদ্দিন পায়েল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিপ্পন পেইন্ট ( বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের পক্ষে কোম্পানির জিএম রাজেশ সরকার বলেন, ১৪৪ বছর পুরোনো নিপ্পন পেইন্ট বিশ্বে ৪র্থ এবং এশিয়া প্যাসেফিক অঞ্চলে শীর্ষ কালার কোডিং সলিউশন প্রতিষ্ঠান। কনভারজ: গ্লোকাল ডিজাইন সল্যুশন থিম নিয়ে নিপ্পন পেইন্ট বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার এবং ইন্টেরিয়র ডিজাইনিং বিভাগের শিক্ষার্থীদের জন্য আইডা অ্যাওয়ার্ডস ২০২৪ প্রতিযোগীতা শুরু করেছিলো যার উদ্দেশ্য ছিলো শিক্ষার্থীদের আরো উদ্ভাবনী হতে এবং পেশাদারিত্বের উচ্চতর ডিগ্রিতে অনুপ্রাণিত করা।
তিনি জানান নিপ্পন পেইন্ট প্রফেশনালদের জন্য আর্কিটেকচার ও ইন্টেরিয়র প্রফেশনালদের জন্য ক্রিয়েটিভ কালার অ্যাওয়ার্ড ২০২৪ শুরু করেছে। ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত প্রজেক্ট সাবমিট করার সুযোগ রয়েছে। যেখানে প্রতি ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫ হাজার ডলার পুরস্কারের জয়ের সুযোগ থাকছে। নিপ্পন পেইন্ট ( বাংলাদেশ ) প্রাইভেট লিমিটেডের পক্ষে এ সময় কোম্পানীর মার্কেটিং ম্যানেজার রবিন মিয়া, এডমিন এন্ড এইচআর ম্যানেজার খালিদ আহমেদ সিদ্দিকী, প্রজেক্ট ম্যানেজার মো: কামাল হোসেন, সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ আনিকা আহসান রিসতা সহ প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।