ধর্ষকদের শাস্তির দাবিতে উত্তরখানে মশাল মিছিল

সাম্প্রতিক সময়ে দেশব্যাপী ধর্ষণ, নারী নিপীড়ন, বিচারহীনতা ও হত্যার বিচার সর্বনিম্ন মৃত্যুদন্ড করার দাবিতে রাজধানী উত্তরখান মাজার এলাকায় মশাল মিছিল করেছে সাধারণ-ছাত্র জনতা।
আজ রবিবার (৯ই মার্চ) সন্ধ্যা ৮ টার দিকে উত্তরখান মাজার চৌরাস্তা থেকে শুরু হয়ে মশাল মিছিলটি উত্তর উত্তরখানা ও দক্ষিণ খানানের গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করে ফের উত্তরখান মাজার এসে এক সংক্ষিপ্ত সমাবেশে করেন ।
উত্তরখান থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রহমান নাবিল বেপারীর নেতৃত্বে সাধারণ-ছাত্র জনতা উত্তরখান-দক্ষিনখান এর উদ্যোগে এই প্রতিবাদী মশাল মিছিল কর্মসূচী পালন করা হয়।
মশাল মিছিল শেষে সমাবেশ থেকে শিক্ষার্থীরা ধর্ষকদের বিরুদ্ধে শাস্তির আশ্বাস না বরং শাস্তি কার্যকরের দাবি জানান। এমনকি শাস্তি কার্যকর হওয়ার আগ পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন ছাত্র-জনতা।
এ সময় শিক্ষার্থীরা- ‘’উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস’, ‘উই ওয়ান্ট জাস্টিস, হ্যাংক দ্য র্যাপিস্ট’; ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’; ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’; ‘আমার বোন তোমার বোন, আসিয়া আসিয়া’; ‘আমার বোনের কান্না, আর না আর না’; ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে কবর দে’; ‘রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে’; ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’; ‘২৪ এর বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’; ‘জাহাঙ্গীর করে কি? খায় দায় ঘুমায় নাকি?’- ইত্যাদি স্লোগান দিতে থাকে।
মশাল মিছিলে অংশগ্রহণ করেন উত্তরখান থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহিম খান, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আফরান অভি, মুখপাত্র হাফিজুজ্জামান আলিফ ও দক্ষিনখানের ছাত্রনেতা ইমরান হোসেন মিশকাত।