গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের সাধার সম্পাদক লিংকন গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি, হত্যা মামলাসহ একাধীক মামলার আসামি টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানাগেছে, গত ৫ আগস্ট এর পরে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লা আত্মা গোপনে চলে যায়। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি বিরোধী আন্দোলন করতে থাকে। টুঙ্গিপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্বিতে অভিযান চালিয়ে থানা এলাকা থেকে আজ সোমবার বিকালে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ দেশের বিভিন্ন স্থানে সরকার বিরোধী কর্মকান্ড জড়িত থাকার অভিযোগ মামলা রয়েছে।
এ বিষয় টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খোরশেদ আলম দৈনিক কালবেলা জানান, নিষিদ্ধ সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ লিংকন মোল্লা গত ৫ আগস্ট এর পরে আত্মগোপনে চলে যায়। তিনি আত্মগোপনে থেকে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরকার বিরোধী আন্দোলনে যোগদান করে একাধিক হত্যা কান্ডের মত ঘটনা ঘটায়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলা রয়েছে। আজ সোমবার বিকালে গোপন সংবাদ পেয়ে পুলিশে অভিযান চালিয়ে তাকে থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লা উপজেলার গেমাডাঙ্গা গ্রামের মিলন মোল্লা ছেলে।