বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খিলক্ষেত ৪০ লক্ষ টাকা মুল্যের গাঁজা ও পিকআপসহ গ্রেফতার ১ জানিয়েছেন শুভেচ্ছা বাদ দিয়েছেন স্বাধীনতাঃ পাকিস্থানের প্রধানমন্ত্রী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনীর তোপধ্বনি প্রদর্শন এবারের ঈদ যাত্রায় সদরঘাট টার্মিনালে নেই কোন যাত্রীর চাপ স্বাধীনতা আমাদের প্রেরণার উৎস, গৌরবের স্মারক-ধর্ম উপদেষ্টা সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে আহারের ফেরিওয়ালার ঈদ উৎসব সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য অটুট রাখতে হবে – খেলাফত মজলিস পথশিশু ফাউন্ডেশন’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ধানমন্ডিতে র‍্যাব পরিচয়ে ভয়াবহ ডাকাতি, আটক ৪ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

সারাদেশে ছিনতাই ও ধর্ষণকারীদের ফাঁসীর দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

জোবায়ের হোসেন(গোপালগঞ্জ) / ৭৯ সময়
আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

দেশের চলমান লাগামহীন প্রকাশ্যে ছিনতাই, চুরি, ডাকাতি, খুন, নারী নির্যাতণ ও ধর্ষণের প্রতিবাদে এবং মাগুরার শিশু আসিয়ার ধর্ষণকারীদের ফাঁসীর দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন জেলা শাখা ও প্রেসক্লাব গোপালগঞ্জসহ জেলার সাংবাদিকরা।

মঙ্গলবার সকাল ১১টায় শহরের বঙ্গবন্ধু সড়কে প্রেসক্লাবের সম্মুখভাগে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।  মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, গোপালগঞ্জ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ জেট আমিনুজ্জামান রিপন, প্রেসক্লাবের যুগ্নমহাসচিব মোঃ আরিফুল হক আরিফ, প্রমূখ।

গোপালগঞ্জ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ জেট আমিনুজ্জামান রিপন বলেছেন, সারাদেশে যেভাবে লাগামহীন ছিনতাই, চুরি, ডাকাতি, খুন, নারী নির্যাতণ ও ধর্ষণের ঘটনা ঘটছে, তাতে আমরা হতভম্ব। আমরা এসবের প্রতিবাদ জানাই এবং এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই। সারাদেশে ধর্ষণকারীদের দ্রুত আইনের আওতায় আনার আহবান জানিয়ে প্রেসক্লাব সভাপতি মোঃ জুবায়ের হোসেন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা করতে অন্যান্য জেলার প্রশাসনকে গোপালগঞ্জ জেলার প্রশাসনের কাছ থেকে পরামর্শ নেয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর