বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন

সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে আহারের ফেরিওয়ালার ঈদ উৎসব

ইব্রাহিম হাসান (হাসনাইন) : / ১০৫ সময়
আপডেট: বুধবার, ২৬ মার্চ, ২০২৫

মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সুবিধাবঞ্চিত পথশিশুদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ঈদ উপহার বিতরণ করেছে আহারের ফেরিওয়ালা। ব্যতিক্রম এই আয়োজনে শতাধিক পথ শিশু অংশ নিয়েছে।

বুধবার (২৬ মার্চ) বিকেল ৩ টায় আব্দুল্লাহপুর রেললাইন সংলগ্ন, ক্রাইম পেট্রোল বিডি’র কার্যালয়ের হলরুমে এই উৎসব উদযাপিত হয়।

উপস্থিত ছিলেন আহারের ফেরিওলার সভাপতি মতিউর রহমান মতিন,সাধারণ সম্পাদক রেজাউর রহমান,অর্থ সম্পাদক আল আমিন হোসেন,স্থায়ী দাতা সদস্য বাপ্পি দাতা সদস্য বাবু, দাতা সদস্য হুমাইরা স্যারেন ও আহারের ফেরিওয়ালা সদস্যরা, স্বেচ্ছাসেবক এবং আমন্ত্রিত অতিথিরা। পুরো সময়জুড়ে ছিল আনন্দ, উচ্ছ্বাস আর এক সঙ্গে সময় কাটানোর উষ্ণতা।

আহারের ফেরিওয়ালা নেতৃবৃন্দ বলেছেন, এই আয়োজন শুধু একটি দিনের জন্য নয়, এটি একটি বার্তা। ঈদের আনন্দ তখনই পূর্ণ হয়, যখন তা সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়। ‘পথশিশুদের জন্য ঈদ’ শুধু ঈদের পোশাক বা উপহার দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি উদ্যোগ।

যেখানে ভালোবাসার বন্ধনে গড়ে ওঠে, যেখানে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে সবখানে। আহারের ফেরিওয়ালা প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার, তাদের স্বপ্নের রং আরও উজ্জ্বল করে তোলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর