রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন

দেশের স্বার্থে তৈরি পোষাক খাতে অস্থিরতা বন্ধ করতে হবে – খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক / ২৭ সময়
আপডেট: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

সম্প্রতি গাজীপুর সাভারে তৈরী পোশাক শিল্পাঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা- অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশের স্বার্থে তৈরি পোষাক শিল্প খাতে অস্থিরতা বন্ধের আহান জানিয়েছে খেলাফত মজলিস।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নেতৃবৃন্দ বলেন, দেশের স্বার্থে তৈরি পোষাক ও ঔষধ শিল্প খাতে অস্থিরতা বন্ধ করতে হবে। গাজীপুর, সাভারসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শত শত কারখানা ভাঙ্চুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

হামলাকারীদের কাউকেই স্থানীয় ও কারখানার শ্রমিকরা চেনেন না। কারখানায় অসন্তোষ দেখা দিলেও শ্রমিকরা কখনোই মেশিন ভাঙচুর করেন না। এর পেছনে একটি প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রের ইঙ্গিতও দিয়েছেন মালিকপক্ষ।

বর্তমানে শতাধিক কারখানা বন্ধ রয়েছে। অথচ দেশের প্রায় ৪০ লাখ লোকের কর্মসংস্থান এই রপ্তানীমুখী শিল্পের সাথে জড়িত। দেশের অন্যতম রপ্তানী আয়ের এই খাতকে যে কোন মূল্যে রক্ষা করতে হবে। পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির সকল ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৈঠকে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুথান সুসংহত করতে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষকরে ছাত্র, রাজনীতিবিদ, সরকারের মধ্যে যাতে দূরত্ব সৃষ্টি না হয় সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অগ্রাধিকারভিত্তিতে পুলিশ সহ আইন-শৃঙ্খলা বাহিনীকে সক্রীয় করার উদ্যোগ নিতে হবে। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত, যানজট নিরসন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসাকে প্রাধান্য দিতে হবে।

গতকাল সন্ধ্যা ৭টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী বৈঠকের সভাপতিত্ব করেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। মহাসচিব ড: আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল।

অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অর্থ সম্পাদক আলহাজ¦ আবু সালেহীন, সমাজকল্যাণ সম্পাদক ডা: রিফাত হোসেন মালিক, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতী আবদুল হক আমিনী, ডা. আবদুর রাজ্জাক, মো: জিল্লুর রহমান, এডভোকেট মো: শায়খুল ইসলাম।

অধ্যাপক মাওলানা আজীজুল হক, আলহাজ¦ নুর হোসেন, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, আবুল হোসেন, মাওলানা মুহাম্মদ আজিজুল হক প্রমুখ।

=========


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর