রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২২ অপরাহ্ন

আইন হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক / ২৭ সময়
আপডেট: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে পুলিশ।দেশের বিভিন্ন স্থানে গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটতে দেখা গেছে। এ ধরনের মব জাস্টিস (উচ্ছৃঙ্খল বা উত্তেজিত জনতার হাতে বিচার) কাম্য নয়।

 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ সদরদপ্তরে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের সই করা বিজ্ঞপ্তিতে এমনটি বলা হয়েছে।

এতে বলা হয়, কেউ অন্যায় করলে বা অপরাধী হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ওই ব্যক্তির বিচারের বিধান রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। কোনো ব্যক্তি অন্যায় এবং অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে; কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি অন্যায় বা অপরাধ করলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করুন। আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য পুলিশ সদরদপ্তর সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে।

এতে বলা হয়, মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে পুলিশ সদরদপ্তর দেশের সব সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করছে। বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর