রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন

নিজ বিশ্ববিদ্যালয় থেকে দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন

মনজিদ আলম শিমুল, দিনাজপুর প্রতিনিধি / ৪৫ সময়
আপডেট: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

দ্রুততম সময়ের মধ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে দ্বিতীয়বারের মতো মানববন্ধন করেছে   শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১ টায় ড. কুদরত এ খুদা একাডেমিক ভবনের সম্মুখে বৃষ্টির মাঝেও মানববন্ধনটি অনুষ্ঠিত হয় ।
উপস্থিত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ২৫ বছর  পার হয়েছে, এর আগে কৃষি কলেজ হিসেবে ছিল। সেক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয় ও বেশ পুরোনো এবং আমাদের শিক্ষকরা জ্যেষ্ঠ হয়েছেন, অভিজ্ঞ গ্রেড ওয়ানের প্রফেসর ও রয়েছেন অনেকে। এর আগে বাইরে থেকে ভিসি নিয়োগ হয়েছে সেসময় দেখেছি আমরা আমাদের সমস্যা দাবি দাওয়া গুলো তার কাছে তুলে ধরার সুযোগ পেতাম না। ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ক্যাম্পাসেরই নিরপেক্ষ সৎ দক্ষ গবেষক শিক্ষক প্রয়োজন। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয়ের সৎ দক্ষ নিরপেক্ষ গবেষক শিক্ষকদের মধ্যে থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়া হোক।
উপস্থিত কর্মকর্তা- কর্মচারীরা জানান, আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর শৈশবকাল, যৌবনকাল অতিক্রম করে পৌড়ত্বের দিকে এগিয়ে যাচ্ছে।  দিনে দিনে শিক্ষকরা দক্ষ থেকে দক্ষতর হয়েছে। তাই আমরা মনে করি আমাদের  শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার যোগ্যতা আরও আগেই অর্জন করেছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভালো মন্দ দিক গুলো আমাদের শিক্ষকরাই ভালো বুঝবে যা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে । তাই আমরা চাই দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেওয়া হোক।
উল্লেখ্য, এর আগেও একই দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল। এছাড়াও ৩ সেপ্টেম্বর থেকে সফলভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করছেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ফুয়াদ এল তাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর