পদ্মা সেতু উত্তরে অটো উল্টে শিশু কন্যার মৃত্যু

মুন্সীগঞ্জের পদ্মাসেতু উত্তর থানার শিমুলিয়া শেখ হাসিনা মোড়ে অটোতে বাবার পাশে বসে বাবাকে আদর করতে গিয়ে অটো উল্টে গিয়ে শান্তা (৬) নামে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর পৌনে ২টার দিকে পদ্মাসেতু উত্তর থানার শিমুলিয়া শেখ হাসিনা মোড়ে হিলসা প্রজেক্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত বাবা, মা ও মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু কন্যা শান্তাকে মৃত ঘোষনা করেন।নিহত শিশু কন্যা শান্তা বরিশাল হিজলা উপজেলার গঙ্গাপুর এলাকার শাকিল এর মেয়ে।বর্তমানে দক্ষিন কেরানীগঞ্জের বরিসুর এলাকায় বাবা-মার সাথে বসবাস করে আসছিল।
নিহত শিশু কন্যার মা জানান,আমার স্বামী শাকিল একজন অটো চালক।আমার আদরের শিশু কন্যা শান্তা বাবার অটোতে চড়ে বেড়ানোর আবদারে আমরা মেয়েকে নিয়ে আমার স্বামীর অটো যোগে শিমুলিয়া ঘাটে ঘোরতে আসি। মেয়েকে শিমুলিয়া ঘাট ঘুরে-ফিরে দেখানোর পর পূনরায় কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে শিমুলিয়া হিলসা প্রজেক্টের সামনে এসে বাবার পাশে বসে থেকে শান্তা ঘোরানোর আনন্দে বাবাকে আদর(চুমু) দিতে গেলে নিয়ন্ত্রন হারিয়ে আমাদের অটো উল্টো যায়।এতে আমার মেয়ে অটোর নিচে চাপা পড়ে যায়।
পরে স্থানীয় লোকজনদের সহায়তায় মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে ডাঃ আমার মেয়েকে মৃত ঘোষনা করেন।শ্রীনগর থানার এসআই আরিফুল ইসলাম বলেন, আমরা সংবাদ পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে জানতে পারলাম এটা পদ্মাসেতু উত্তর থানার এলাকার দুর্ঘটনা। আমরা তাদেরকে অবগত করেছি।
পদ্মাসেতু উত্তর থানার ওসি(তদন্ত) জয়নাল আবেদীন বলেন, আমরা এইমাত্র সংবাদ পেয়েছি।অফিসার পাঠিয়ে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করছি।