মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে খাবার পানি স্যালাইন বিতরন
মুন্সিগঞ্জ প্রতিনিধি: তীব্র গরমে অতিষ্ঠ জন-জীবনে সমাজের নিন্ম আয়ের মানুষের মাঝে ওরস্যালাইন মিশ্রিত আধা লিটার করে পানি বিতরন করেছেন “মানুষ মানুষের জন্য” নামক সেবা মূলক একটি সংগঠন।
তিন দিন ধরে চলছে জনসাধারণের তৃষ্ণা নিবারণের সেবা।শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের বাঘড়া বাজারে ২৩ ও ২৪ এপ্রিল রিক্সা চালক,অটো চালক, ও পথচারীদের মাঝে খাবার স্যালাইন মিশ্রিত পানি বিতরন করেন সংগঠনটির নেতারা।
আজ ২৫ শে এপ্রিল ভাগ্যকুল ইউনিয়নের আল আমীন বাজার বাস স্টান্ডে রিক্সা চালক,অটো চালক বাস ড্রাইভার, হেলপার সহ পথচারীদের মাঝে ওরস্যালাইন মিশ্রিত পানি বিতরন করা হয়।
গত তিন দিনে ৩৫০ বোতল আধা লিটার মাম পানি এবং ৩৫০টি ওরস্যালাইন প্রদান করেন।সংগঠনের সভাপতি শেখ, হামিদুর রহমান বলেন,”মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন” সম্পূর্ণ অরাজনৈতিক সেবা মূলক সংগঠন।
আমাদের এই সংগঠন হতে আমরা বিভিন্ন সময় সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। তার ধারাবাহিকতায় আজ তিন দিন ধরে ওরস্যালাইন মিশ্রিত পানি বিতরন করছি।তিনি আরো বলেন, গরমের তীব্রতা শিথিল না হলে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
=========