বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন

বেলাব উপজেলার পুলিশের অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার-১

১ মোঃ মোবারক হোসেন নাদিম / ৬৮ সময়
আপডেট: শনিবার, ৪ মে, ২০২৪

বেলাব উপজেলার পুলিশের অভিযানে অস্ত্র ও মাদকসহ একজনকে গ্রেফতার করেছে বেলাব থানা পুলিশ

৪ই এপ্রিল শনিবার নরসিংদী জেলার পুলিশের অভিযানে রবিন ওরফে সুইম খন্দকার (৩৩) নামে আন্ত:জেলা পেশাদার মাদক ব্যাবসায়ী চক্রের মুল হোতা ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত রবিন বেলাব উপজেলার ভাবলা গ্রামের রুস্তম খন্দকারের ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, এক রাউন্ড কার্তুজ ও ৩ কেজি গাঁজা জব্দ করা হয়।

৫ মে দুপুরে বেলাব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায় নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম ও বেলাব থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান পিপিএম।

এর আগে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। সংবাদ সম্মেলনে আফসান আল আলম জানায়, গ্রেফতারকৃত রবিন ওরফে সুইম খন্দকারের বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত আছে।

তার বিরুদ্ধে ৫টি মাদক মামলাসহ মোট ৬ টি মামলা রয়েছে। আসামীর বিরুদ্ধে আদালত থেকে ৪টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে এবং তার সহযোগীদেরকে গ্রেফতারে অভিযান চালানো হবে বলেও জানানো হয়।

==========


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর