ঢাকা ১৮ আসনে বিএনপির প্রতিবাদ সভায় আওয়ামী নেতাকর্মী
বিএনপির সমাবেশে আওয়ামী নেতা কর্মিদের উপস্থিতি প্রশ্নবিদ্ধ করেছে, অভিযোগ স্থানীয়দের।
সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে ১৮ আসনে সাবেক এমপি হাবিব হাসান ও খসরু চৌধুরী দুই গ্রুপের শির্ষস্থানী নেতাকর্মী পলাতক। নগরের ওয়ার্ড গুলিতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম তরান্বিত হতে দেখা গেলেও প্রশ্নবিদ্ধ কার্যক্রমও দেখা গেছে। ৫২ নং ওয়ার্ডে বিএনপির প্রোগ্রামে আওয়ামীলীগ বিএনপি সেজে মঞ্চে বসার বিষয়ে বর্তমান কমিটির সভাপতি মজিবর ও সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক কেউ কোন অভিযোগ কেন্দ্রে পাঠাননি।
রাজধানীর তুরাগ থানার ৫২ নং ওয়ার্ডে গত ৬ সেপ্টম্বর নগর বিএনপির বলিস্ট নেতা ও সাবেক উত্তর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা জামানের প্রদান উতিথির একটি বমদক বিরোধী প্রতিবাদ সভার আয়োজন করা হয়ে।
সভাটিতে কৃষক লীগের ভূমি বিষয়ক সম্পাদক মো. আবু সেলিম ওরফে সেলিম মাদবরকে মঞ্চে হর্তাকর্তার আসনে দেখে এলাকা বাসীর চোখে বিএনপির গ্রহণ-যোগ্যতা খর্ব হয়েছে। বিএনপির এই প্রশ্নবিদ্ধ প্রতিবাদ সভার বিষয়ে ৫২ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন, ভাই আমি প্রথমে জানতাম না, আমি নিজেও ছিলাম না। মোস্তফা জামান ভাই ওদের নিয়ে প্রেগ্রাম করেছেন। আমি এটার নিন্দা জানাই।
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দর সাথে কথা বলে জানা যায়, আসরাফ খান ২০০৭ সালে প্রবিন আওয়ামীলীগ নেতা ও উত্তরা থানা আওয়ামীলীগ সহ সভাপতি দেলোয়ার মেম্বারের সাথে বাই ম্যান প্রক্রিয়ায় আওমীলীগে যোগ দিয়ে তুরাগ থানা বিট পুলিশিং সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পান।
একজন ইলিকট্রিক মিস্ত্রি থেকে ডেভোলেপার হয়ে যান স্বল্প সময়ে, বাউনিয়া ৪/৫ পলটের মালিক ও সাভারে বাগান বাড়ি বানিয়েছে দলীয় চত্রছায়ায়,
জানা গেছে নয় বিদ্যুৎ নিয়ে দুর্নীতি করার কারনে উত্তরা ডেসকো কম্পানি আসরাফের নামে হুলিয়া জারি করেছিল
।
৫ আগষ্টের সরকার পতনের পরে বিএনপি নেতা এসএম জাহাঙ্গির সমর্থিত এক পথসভায় যোগ দিলে তুরাগ থানা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আরিফ আসরাফকে নিষেধ করেন বিএনপির কোন সভা সমাবেশে যেন অংশগ্রহন না করে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোস্তফা জামান এর সাথে টাকার বিনিময়ে বিএনপিতে যোগদিয়ে এলাকায় বিভিন্ন নীরিহ মানুষের নামে মামলার হুমকি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে তার উপর এমন অভিযোগ রয়েছে।
আবু সেলিম ওরুফে সেলিম মাদবর ২০১৭ সালের ততকালিন সাবেক মন্ত্রী এ্যাডঃ সাহারা খতুন এমপি প্রধান অতিথি মঞ্চে তুরাগ থানা কৃষকলীগের সম্মেলনে দেয়া কমিটির ভুমি বিষয়ক সম্পাদক হয়েছিলেন।
২০২২ সালে বাউনিয়ায় এক বিচার পতির জমি ও বাউনিয়া বাজারে মার্কেট দখল করতে যায়, তখন তুরাগ থানা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম বিষয়টি জানতে পেরে বাধা দেয়। সেই রেশ থেকে এই ব্যাক্তি এখন নগর বিএনপি নেতা মোস্তফা জামানের সাথে রাজনৈতিক পরিচয়ে সুবিধা নিচ্ছে। সেলিমের দখলে বাধা দেয়ায় সভাপতির সাথে দন্দ করে নামের পরিবর্তন দেখিয়ে টাকার বিনিময়ে ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোস্তফা জামানের মাধ্যমে ৫২ নং ওয়ার্ডের পদ বাগিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই সেলিমের সহযোগী তুরাগ থানা কৃষকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইসলাম। ইসাক ঢাকা ১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের মায়ের ফোফাত ভাই, আওয়ামীলীগ সরকারের ১৫ বছর হাবিব হাসানের ক্ষমতা দেখিয়ে বাউনিয়া জমি দখল,বালু ভরাট চাঁদাবাজিসহ একাধিক অপকর্ম করে এখন আবার বিএনপি সেজে অপকর্ম করে বেড়াচ্ছে বলে জানা গেছে।
রাতারাতি আওমীলীগ থেকে বিএনপি বনে যাওয়ার বিষয়ে। ঢাকা ১৮ আসনে বিএনপি কর্তৃক মনোনীত নেতা এস এম জাহাঙ্গীর হোসেন বলেন,
আপনারা বিষয়টি তুলে ধরেন আমার দল ব্যাবস্থা নিবে।
========