উওরায় ব্যবসায়ীর অফিসে ঢুকে লুটপাট
মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা: রাজধানীর উওরায় এক ব্যবসায়ীর অফিসে প্রবেশ করে নগত ৩ লক্ষ টাকা ও বিভিন্ন মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে।
অনুসন্ধানে জানা যায়, ২২ আগষ্ট রাতে ৭ সেক্টরের ৩৪ নম্বর সড়কের ১৬ নম্বর বাড়িতে সিসি ফুটেজে দেখা যায় উওরার শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রিয়াজ,সাদ্দাম, সুমন আলী, বুলেটসহ প্রায় ৪০/৫০ জন অজ্ঞাত লোক উজ্জল মিয়ার অফিসে প্রবেশ করে।তাকে না পেয়ে তার ব্যক্তিগত অফিস কক্ষে প্রবেশ করে টাকা ও বিভিন্ন মালামাল লুটপাট করে চলে যায় এবং তারা আশেপাশের লোকজনকে বলে যায়, এই অফিস কক্ষ বন্ধ করে দেয়া হয়েছে। তাদের পরামর্শ ছাড়া যেন কেউ অফিসে প্রবেশ না করেন।
যানা গেছে এই সন্ত্রাসীরা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রাজনৈতিক ইশারায় কাজ করে।তাদের মূল কাজই, দখল চাঁদাবাজি,মারামারি সহ বিভিন্ন অপকর্ম।এদের বিরুদ্ধে উওরার বিভিন্ন থানাও একাধিক মামলা রয়েছে। ভুক্তভোগী উজ্জ্বল মিয়া বলেন,দীর্ঘদিন ধরে তারকাছ থেকে চাঁদা দাবি করে আসছিলো এরা।পাঁচ লক্ষ টাকা নগদ এবং মাসিক ভাবে তাদের টাকা না দিলে, তার ব্যবসা বন্ধ করে দিবে এবং জানে মেরে ফেলবে।
এই বিষয় উজ্জ্বল মিয়া ৩০ সেপ্টেম্বর আদালতে একটি মামলা দায়ের করেন।যাহার নং ( ১৪/৮৩ )।মামলা করার পরও নিস্তার পাননি উজ্জ্বল মিয়া।বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা।মামলা উঠিয়ে নিতে হবে।তাদের অত্যাচারে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছে উজ্জ্বল মিয়া।