সখ থেকেই উদ্যোক্তা হয়ে ৩০ জনের কর্মসংস্থান সৃষ্টি
‘টপ হিজাব বিডি’এই নামটি অনলাইনের ইসলামিক ড্রেস (হিজাব) সার্চকারীদের নিকট খুবই জনপ্রিয় একটি নাম।
এ পেজ ত্রেতাদের দিচ্ছে উন্নতমানের তার্কিস ও পাকিস্তানি রেডি হিজাব। প্রাইসও খুবই রিজনেবল, ফেব্রিকস, টেইলারিং ও হাতের কাজ সব কিছুই যেন খুবই নিখুত। বলছিলাম নিপু হোসেনের প্রতিষ্ঠিত টপ হিজাব বিডি’ র কথা।
কথার ফাকে ফাকে নিপু হোসেন জানালেন আজ থেকে ৬ বছর পূর্বে একদিন এক বন্ধুর মাধ্যমে জানলেন তার্কিস রেডি হিজাবের কথা। নিজে ও হিজাব পরার কারনে সহজেই তার মনে দাগ কাটে বিষয়টি। তিনি নিজের জন্য প্রথম দুটি হিজাব সোর্সিং করান,এগুলো ভাল লাগায়,আস্তে আস্তে তিনি তারকিস হিাজব এনে কাছের মানুষদের কাছে সেল করা শুরু করলেন।
যখন দেখলেন এগুলোর বেশ চাহিদা রয়েছে তখন আরও বেশি করে সোর্সিং করা শুরু করলেন। এর এক পর্যায়ে “টপ হিজাব বিডি” নামক বিজনেস পেজের মাধ্যম অনলাইনে সেল করা শুরু করেন। আস্তে আস্তে টপ হিজাব বিডি সকল শ্রেনীর মানুষের আস্তায় পরিনত হয়। নিপু হোসেন বলেন যে সব আপুরা হিজাব পরেন তাদের কাছে আমাদের হিজাবের একটা বিশেষ চাহিদা রয়েছে। সকল শ্রেনীর কাস্টমারদের কাছেই আমাদের হিজাব পাবেন। এর একটা বড় কারন কাস্টমার স্যাটিসফ্যাকশন।
আমরা হিজাব ইমপোর্ট করার পরে আবার এগুলো সব চেক করাই ফল্ট থাকলে সেটা কাস্টমারদের হাতে পৌছাই না। আমাদের এখন ৬৫ ধরনের হিজাব রয়েছে। কালারসহ প্রতিটি বিষয়ে বেশ মনোযগী আমরা। আপনি নিজেকে স্বাবলম্বী মনে করেন কিনা?আসলে স্বাবলম্বী বলতে যেটা বুজায় সেটা অনেক আগেই হয়েছি। আমার হাজবেন্ড একজন প্রথম শ্রেনীর সরকারী কর্মচারী হলে ও তার থেকে আমি বেশ বেশীই আয় করি আল্লাহর রহমতে,সেই হিসেবে বলব আমও যথেষ্ট স্বাবলম্বী। আপনাকে ব্যবসা শুরু করা বা এটা পরিচালনা করতে কোন চ্যালেন্জ ফেস করতে হয়নি? আসলে একজন নারী উদ্যোক্তা হিসেবে কিছুটা চ্যালেন্জ সবার মত আমি ও ফেস করেছি। পরিবার,আবার হাজবেন্ড কখনো ভাবে নাই যে আমি এই ব্যবসাটা করতে পারব, তাই শুরুটা বেশ চ্যালেন্জিং ছিল।
এখনও কি কোন চ্যালেন্জ ফেস করেন?আমি প্রায় দুই বছর আগে মা হয়েছি। এখন বাচচাকে সময় দেয়া প্লাস ব্যবসা একটু টাফ হয় ম্যানেজ করাটা। আমি আামার বেবি প্লাস ব্যবসা কোথাও কম্প্রমাইজ করিনা। আমার হাজব্যন্ড ওর জব নিয়া বেশ ব্যস্ত থাকে তাই আমাকে মুলত তেমন কোন সাহায্য করতে পারে না। তবে সব কিছু ছাপিয়ে নিজেকে মেলে ধরার মাঝে একটা আনন্দ আছে। নতুনদের জন্য আপনার পরামর্শ কি?আমি নতুনদের জন্য বলতে চাই পরিশ্রম প্লাস ডেডিকেশন থাকলে আপনি যে কোন কিছু অর্জন করতে পারবেন। আর একটা কথা ব্যবসা শুরু করতে লক্ষ লক্ষ টাকা লাগে এটা ভুল ধারনা,আমি মাত্র ৫০ হাজার টাকা নিয়ে শুরু করেছিলাম। আপনি যা থাকুক তাই নিয়ে যাত্রাটা শুরু করেন বাকিটা সময় আপানকে গন্তব্যে টেনে নিয়ে যাবে।