বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তের পর বলা যাবে-জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক / ২৪ সময়
আপডেট: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনা নাশকতা কিনা তা তদন্তের পর বলা যাবে বলে মন্তব্য করেছেন্ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনা নাশকতা কিনা তা তদন্তের পর বলা যাবে বলে মন্তব্য করেছেন্ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনা নাশকতা কিনা তা তদন্তের পর বলা যাবে বলে মন্তব্য করেছেন্ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সচিবালের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এই আগুন কোনো ষড়যন্ত্র কিংবা নাশকতা কিনা প্রশ্নে বলেন, এটা তদন্তের আগে আমি তো বলতে পারব না। তদন্তের পরে আমি আপনাদেরকে জানাবো।

সচিবালয়ের মত এত সুরক্ষিত একটা জায়গায় এভাবে আগুন- এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হতে পারে। এজন্য তো  অ্যাক্সিডেন্ট বলে। সচিবালয়ের ভিতরেও হতে পারে বলেই ভিতরে তো গাড়ি (ফায়ার সার্ভিস) রাখা হয়।

প্রাথমিকভাবে নাশকতা মনে করছেন কিনা- প্রশ্নের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রাথমিকভাবে আমরা বলতে পারব না। একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারব।

আগুনের উৎসের বিষয়ে ফায়ার সার্ভিস কিছু জানিয়েছে কিনা- জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটা তদন্তের পরে বলতে পারব।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন কি হচ্ছে তা আমরা দেখব। পুরোটা সার্চ করার পরে কিছু পাওয়া যায় কিনা আমরা জানাবো।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আমাদের সচিবালয়ের ৭ নম্বর ভবনে ১টা ৫০ মিনিটে ছয়তলায় আগুন ধরে। ১টা ৫২ মিনিটে খবর দেওয়া হয়। ১টা ৫৪ মিনিট থেকে তারা তাদের কাজ শুরু করে। সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

উপদেষ্টা বলেন, এ ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। মন্ত্রিপরিষদ সচিবকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে দেওয়ার জন্য।

তিনি জানান, এই ঘটনায় আমাদের একজন ফায়ার ফাইটার নিহত হয়েছেন। উনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। উনি একটা পাইপ নিয়ে সচিবালয়ের দিকে আসছিলেন, রাস্তা পার হচ্ছিলেন, এ সময় একটা ট্রাক তাকে ধাক্কা দেয়। তাকে হাসপাতালে নেওয়ার পথে পর মারা যান। এছাড়াও আরো দুই তিন জন সামান্য আহত হয়েছেন। তারা সবাই সুস্থ আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর