বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

রোজ উড হোটেলে চাঁদাদাবির ঘটনায় গ্রেফতার-৭

নিজস্ব প্রতিবেদক / ৩১ সময়
আপডেট: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
রোজ উড হোটেলে চাঁদাদাবির ঘটনায় গ্রেফতার-৭
রোজ উড হোটেলে চাঁদাদাবির ঘটনায় গ্রেফতার-৭

ঢাকার গুলশানে ‘রোজ উড রেসিডেন্স লি.’ নামে একটি আবাসিক হোটেলে চাঁদাদাবির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে  গুলশান থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- রাকিব ওরফে আবু জায়ের (২০), মো. মনির হোসেন (১৯), ফরহাদ হোসেন শাওন (২৩), আসিফ শেখ (২০), আরিফুল ইসলাম ইমন (২৪), আহম্মেদ হোসেন (২৩) এবং মো. সজিব হোসেন (১৯)।

শুক্রবার (২৭ ডিসেম্বর) গুলশান-২ এর ওই আবাসিক হোটেলে চাঁদাবাজি করার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (২৮ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গুলশান থানা সূত্রে জানা যায়, গত ২৪  ডিসেম্বর রাতে অজ্ঞাতনামা ১০-১২ জন লোক গুলশান-২ এর ‘রোজ উড রেসিডেন্স লি.’ আবাসিক হোটেলে গিয়ে ‘বিলাস দাদা’র কথা উল্লেখ করে স্টাফদের কাছে চাঁদাদাবি করেন। চাঁদা না দিলে প্রতিষ্ঠান ভাঙচুর করবে হুমকিও দেন তারা। পরে হোটেলের ম্যানেজার  মো. ফরাদুজ্জামানের মোবাইল নাম্বারে একটি অজ্ঞাতনামা নাম্বার থেকে কল করে বিলাস দাদা পরিচয় দিয়ে চাঁদা দাবি করা হয়। একই দিন বিকেলে হামিদ পরিচয়ে এক ব্যক্তি কল করে ‘বিলাস দাদা’র লোক জানিয়ে দাবিকৃত চাঁদার বিষয়ে সিদ্ধান্ত জানতে চান। এরই সূত্র ধরে ২৭ ডিসেম্বর রাতে গ্রেপ্তার ওই সাতজনসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জন হোটেলে প্রবেশ করে মাসিক ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। স্টাফরা দিতে অস্বীকৃতি জানালে তারা হোটেলে অবস্থানরত দেশি-বিদেশি অতিথিদের সঙ্গে খারাপ ব্যবহার করেন ও হয়রানি করেন। তখন ম্যানেজার ফরাদুজ্জামানের মাধ্যমে হোটেল মালিককে পাঁচ মিনিটের ভেতরে হোটেল এসে চাঁদা দিতে বলেন। না দিলে তারা হোটেল ভাঙচুরের হুমকি দেন। হোটেলমালিক তাৎক্ষণিক বিষয়টি জাতীয় জরুরিসেবা ৯৯৯-এ জানালে ডিএমপির গুলশান থানা পুলিশ সেখানে দ্রুততম সময়ের মধ্যে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁদা দাবিকারীরা পালানোর চেষ্টা করলে থানা পুলিশ সাতজনকে গ্রেপ্তারে সক্ষম হয়। এ সময় সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যায়। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে সুজুকি ব্র্যান্ডের দুটি ও টিভিএস ব্র্যান্ডের একটি মোটরসাইকেল জব্দ করে থানা পুলিশ।

এ ঘটনায় হোটেলমালিক মেহেদী হাসান তুষারের অভিযোগের প্রেক্ষিতে গুলশান থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে গুলশান থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর