বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১২ অপরাহ্ন

নড়াইলে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টার নাম: / ৩৪৪ সময়
আপডেট: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

জান্নাতুল বিশ্বাস,নড়াইলঃ নড়াইলে মাদক মামলায় আলমগীর হোসেন নামে এক মাদক কারকারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ২০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রবিবার (২৪ মার্চ) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আকরাম হোসেন এ রায় দেন।

আদালত সূত্রে জানাগেছে, দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন যশোর বেনাপোল থানার কাগজপুর গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে। বিগত ২০১৩ সালের ১১ জানুয়ারি নড়াইল সদর উপজেলার তুলারামপুর চরপাড়া থেকে ডিবি পুলিশের অভিযানে ৯২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তিনি গ্রেফতার হয়। এ ঘটনায় সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দায়ের করে পুলিশ।

মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ১১জন স্বাক্ষীর স্বাক্ষ গ্রহন শেষে আসামীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমান হওয়ায় ২৪ মার্চ রবিবার রায়ের ধার্য ছিল। এই দিনে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো ২ মাস বিনাশ্রম কারাদণ্ডদেশ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর