চাঁদাবাজির মামলা তুলে নিতে বাদীকে হুমকি
মুন্সীগঞ্জের শ্রীনগরে চাঁদাবাজি মামলা তুলে নিতে জামিনে থাকা আসামী রাসেল মোড়ল ও স্ত্রী মুন্নি আক্তারসহ পলাতক আসামী আব্দুর রকিব, অমিত খান ও ইব্রাহীমগং বাদীনি মাহমুদা আক্তার এবং তার পরিবারকে হুমকি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে।
গত ৮ মে বিকেল ৪ টার দিকে জামিনে আসা আসামী রাসেল মোড়ল ও তার স্ত্রী বাদীর বসতবাড়ির টিনের বেড়া ভাংচুর করে ক্ষতি করে।এ সময় রাসেল মোড়লসহ তার স্ত্রী ও পলাতক আসামী গং বাদীকে মামলা তুলে নেয়ার হুমকি প্রদর্শন করেন। এ ঘটনায় বাদীনির স্বামী ফারদুল বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
চাদাঁবাজি মামলা সুত্রে জানা যায়,বাদীর স্বামী ফারদুল বিদেশে থাকেন। আসামী রাসেলসহ পলাতক আসামী বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নেতা আব্দুর রকিব, অমিত খান ও ইব্রাহীমগং বাদির নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। ঘটনার দিন আসামীগণ অস্ত্রসস্ত্র নিয়ে বাদির বাড়িতে গিয়ে চাঁদার টাকা দাবি করে না পেয়ে বাদীকে গালিগালাজ করতে থাকেন। বাদী প্রতিবাদ করলে হত্যার উদ্দেশ্য বাদীর মাথার কোপ মেরে মারাত্বক আহত করে এবং পড়নের কাপড় দিয়ে হাতমুখ বেধে রেখে ঘরে থাকা আলমারী, সুকেস, ওয়ারড্রপ ও ৩ ভরি স্বর্ণালকার,নগদ টাকাসহ উত্তর ভিটির একটি দেড়তলা টিনের বসতঘর ভেঙ্গে নিয়ে যায়।
পরে বাদী শ্রীনগর থানায় চাঁদাবাজি মামলা করেন।পুলিশ ১নং আসামী রাসেলকে গ্রেফতার করে আদালতে চালান করেন।পলাতক আসামী আব্দুর রকিব সাবেক ছাত্র নেতা হওয়ার সুবাদে ও কিছু সাংবাদিকদের সাথে সংখ্যতাকে পুঁজি বানিয়ে বাদিকে নানা কৌশলে তাদের বিরুদ্ধে করা মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছেন।
মামলা তদন্তকারী অফিসার শ্রীনগর থানার উপ-পরিদর্শক(এসআই) আরিফুল ইসলাম বলেন, মামলার ১নং আসামী রাসেল মোড়লকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আব্দুর রকিব, অমিত খান, ইব্রাহীম পলাতক আছে তারা এখনও জামিনে আসেনি। পলাতক আসামীদেরকে গ্রেফতারের সর্বাত্বক চেষ্টা অব্যাহত আছে।
=========