বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন

হেল্থ কেয়ার হাসপাতালে পঙ্গু হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. শাওন দত্তের যোগদান

মুন্সিগঞ্জ প্রতিনিধি / ৮৭ সময়
আপডেট: বুধবার, ৩ জুলাই, ২০২৪

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবস্থিত হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অর্থপেডিক চিকিৎসা সেবাকে আরো প্রসারিত করতে ঢাকার পঙ্গু হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. শাওন দত্তের চেম্বার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩ টায় সিরাজদিখান উপজেলা বাস স্ট্যান্ড সংলগ্ন আলাউদ্দিন কমপ্লেক্স ভবনের ২ তলায় অবস্থিত হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য) এমএস (অর্থোপেডিক এন্ড ট্রমাটোলজি), এ.ও. ট্রমা ফেলো (ইন্দোনেশিয়া), সহকারী অধ্যাপক, অর্থোপেডিক, হাড় জোড়া, বাতরোগ মেরুদন্ড জয়েন্ট বা অস্থি প্রতিস্থাপন, বিকলাঙ্গ, দূর্ঘটনা জনিতরোগ বিশেষজ্ঞ ও সার্জন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, নিটোর (পঙ্গু হাসপাতাল) ডা. শাওন দত্তের চেম্বার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন হাসপাতালটির কর্তৃপক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন, হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুক্তার হোসেনসহ হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স ও কর্মচারীবৃন্দ।

চেম্বার উদ্বোধনকালে ডা. শাওন দত্ত হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার পাশাপাশি হাসপাতালের অর্থপেডিক রোগীদের চিকিৎসা সেবাকে ত্বরান্বিত করতে সর্বোচ্চ দিয়ে কাজ করার কথা জানান। পরে চেম্বার উদ্বোধন উপলক্ষে মিষ্টি বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর