মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

টেলিপ্যাবের নতুন কমিটির শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক / ২৯ সময়
আপডেট: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

টেলিভিশন ইন্ডাস্ট্রির মাদার অর্গানাইজেশন হিসেবে খ্যাত টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-টেলিপ্যাব -এর নতুন কমিটি অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে নিকেতনস্থ কার্যালয়ে শপথগ্রহণ অনুষ্ঠানটি সম্পন্ন করেন। এই কমিটি ২০২৪-২৬ মেয়াদের জন্য দায়িত্ব পালন করবেন।

সংগঠনটির সভাপতি আরশাদ আদনান, সহ-সভাপতি রোকেয়া প্রাচী এবং মীর ফখরুদ্দিন ছোটন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দোদুল, যুগ্ম-সম্পাদক আশরাফুল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক অনন্য ইমন, দপ্তর সম্পাদক ফারূক মাহমূদ, অর্থ সম্পাদক সঞ্জিত সরকার, প্রচার সম্পাদক মাসুদ করিম সুজন, আইন সম্পাদক মো. মোকলেছুর রহমান, নির্বাহী সদস্য মনোয়ার হোসেন পাঠান, মুনতাসির সাজু, রাজু আলিম, জাহাঙ্গীর হোসেন বাবর, আইনুল ইসলাম চঞ্চল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি ইরেশ জাকের এবং প্রযোজকগণ। সপথ শেষে সংগঠনের সভাপতি, মহামান্য রাষ্ট্রপতির কৃতি সন্তান এবং সাব্যসাচী প্রযোজক আরশাদ আদনান আশাবাদ ব্যক্ত করে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। সাবেক সভাপতি ইরেশ জাকের ঐক্যবদ্ধ টেলিপ্যাব গঠনের প্রত্যাশা তুলে ধরেন। খুব শীঘ্রই কর্মপরিকল্পনা প্রস্তুত করার কথা জানান সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দোদুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর