রোটারী ক্লাব অব দিনাজপুর ২০২৪-২০২৫ শুভারম্ভ উপলক্ষে র্যালি ও বৃক্ষরোপন কর্মসূচী
রোটারী ক্লাব দিনাজপুর এর ২০২৪-২০২৫ রোটারীবর্ষ শুভারম্ভ উপলক্ষে ১৩ জুলাই-২০২৪
শনিবার বিকেল ৩টায় দিনাজপুর সদরের ৪নং শেখপুরা ইউপি’র অর্ন্তগত রাজারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপন কর্মসূচীর
উদ্বোধণ করা হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এটিএম নুরনবী সরকার ও ক্লাব সেক্রেটারী রোটারিয়ান হুসনাউল আসমা এ্যাডভোকেট এর নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচীতে অংশ নেন ক্লাবের রোটারিয়ানবৃন্দ।
এরপর বিকেল ৪টায় দিনাজপুর শহরের নিমতলা খালপাড়াস্থ রোটারী সেন্টার হতে রোটারী ক্লাব অব দিনাজপুরের আয়োজনে রোটারী বর্ষ ২০২৪-২০২৫ কে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে
পুনরায় ক্লাব ভ্যাণুতে গিয়ে শেষ হয়। সেখানে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ার এটিএম নুরনবী সরকার এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী রোটারিয়ান হুসনাউল আসমা এ্যাডভোকেট এর সঞ্চালনায় “দ্যা ম্যাজিক
অব রোটারী” এই থিমকে সামনে রেখে আলোচনায় অংশ নেন ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান পিপি একেএম আব্দুস সালাম তুহিন, ক্লাব ট্রেইনার রোটারিয়ান পিপি রণজিৎ কুমার সিংহ (এমপিএইচএফ), বুলেটিন এডিটর রোটারিয়ান পিপি ডাঃ আইএমএফ শহিদুল ইসলাম খান
(এমপিএইচএফ)।
ডিরেক্টর মেম্বারশিপ রোটারিয়ান পিপি মঞ্জুরুল হক মঞ্জুর, পাবলিক রিলেশন রোটারিয়ান পিপি দিব্যেন্দু ভৌমিক কাজল (পিএইচএফ) ও টিআরএফ রোটারিয়ান পিপি মোঃ আরিফুর রহমান আরিফ, দিনাজপুর রোটার্যাক্ট ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক মোঃ ইউসুফ আলী, সদস্য মোঃ আরশাদ জলিল সোনা। হাবিপ্রবি রোটার্যাক্ট ক্লাবের প্রেসিডেন্ট সাগর, সেক্রেটারী আলমগীরসহ অন্যান্য সদস্যবৃন্দ।