বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:১১ অপরাহ্ন

নড়াইলে মেধাবৃত্তি পেলেন ৫৯ জন শিক্ষার্থী

নড়াইল প্রতিনিধি / ৪৮ সময়
আপডেট: রবিবার, ১৪ জুলাই, ২০২৪

নড়াইল লোহাগড়ায় মেধাবৃত্তি প্রাপ্ত ৫৯ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৩ জুলাই) বিকালে শতবর্ষ প্রাচীন রামনারায়ন পাবলিক লাইব্রেরীর পাঠকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন (বি,কে,এ) লোহাগড়া শাখা।

এসময় অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও নড়াইল জেলার আহবায়ক সালেহা রহমান। অনুষ্ঠানে মাকড়াইল সি.এস. পাইলট একাডেমির পরিচালক কাজী মোশারফ হোসেন (মিন্টু)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি আদর্শ কলেজের প্রাক্তন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শ,ম, আনয়ারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক সৈয়দ শামসূল হক, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মো. হান্নান বিশ্বাস , লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ইংরেজি বিভাগের প্রধান আবুল বাসার সুমনসহ অনেকেই।

লোহাগড়া প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক ফরিদ শেখের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলোকিত ট্রিবিউন পত্রিকার সম্পাদক ও নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক কাজী আশরাফ,দৈনিক গণতদন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার নয়ন শেখ,জাতীয় দৈনিক খোলা খাগজের প্রতিনিধি মো. শাহীনুজ্জামান,আলোকিত ট্রিবিউনের নড়াইল প্রতিনিধি মো. মনিরুজ্জামানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শেষ ভাগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য: গতবছর ৯ ডিসেম্বর জেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩৫জন শিক্ষার্থী বৃত্তি পরিক্ষায় অংশ নেয় এবং ৫৯ জন বৃত্তিপ্রাপ্ত হয়।

=======


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর