শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ অপরাহ্ন

শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় সড়কের পাশাপাশি বদলে যাচ্ছে দেয়াল ও ডিভাইডার

এম এ হানিফ রানা(গাজীপুর) / ৬০ সময়
আপডেট: রবিবার, ১১ আগস্ট, ২০২৪

কথায় আছে, যে ভাংতে পারে সে গড়তেও পারে। পুরনো এই উপমাসূচক কথাগুলো যে বাস্তবেও প্রতিফলন ঘটে সেটা অতীতেও অনেক সময় দেখা গেছে। এবং বর্তমানেও সেই কথার মর্ম বাংলাদেশের শিক্ষার্থী ও জনগন দেখিয়ে দিচ্ছে পুরো বিশ্বকে।

কোটা আন্দোলনন থেকে শুরু করে ১ দফা দাবিতে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করে ছাএ-জনতা। প্রধানমন্ত্রীর পদত্যাগের পরে খুশিতে আত্মহারা হয়ে পরে শিক্ষার্থীদের পাশাপাশি আপামোর জনতা। এর আগে সরকার গদি টিকানোর জন্য পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীকেও মাঠে নামাতে বাধ্য করে। ফলে শত শত ছাএছাএী এবং সাধারণ মানুষ নিহত হয় এবং ভাংচুর ও অগ্নিকাণ্ডের মতো ঘটনাও দেখা যায়। ধ্বংস স্তুপে রুপ নেয় যেনো বাংলাদেশের অনেক জায়গা।

প্রধানমন্ত্রীর পদত্যাগকে ২য় স্বাধীনতা বলেও ঘোষণা করে শিক্ষার্থীরা। ইতিমধ্যেই শিক্ষার্থীরা পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করে এবং শহরকে দ্রূত পরিস্কারের উদ্দ্যোগ নেয়া হয়। পুলিশ তাদের কর্মস্থলে যোগ না দেয়াতে ছাএ জনতাকে দেখা যায় ট্রাফিক সামলাতে। এবার শিক্ষার্থীদের রং-তুলিতে আপন ভাবে সাজানো হচ্ছে প্রধান সড়ক,সড়কের পাশের দেয়াল এবং ডিভাইডার গুলো। সেখানে ফুটিয়ে তুলা হচ্ছে বিভিন্ন দিবসের মর্ম বানী এবং বিভিন্ন স্লোগানের সাথে সাথে ইতিবাচক নানান কথাগুলো।

 

গাজীপুর জয়দেবপুর বাস্টান্ডের ডিভাইডার গুলোকেও সাজানো হচ্ছে নানান কথা ও ছবিতে। গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী ” আদিলা ও তাদের সহকর্মীদের সাথে কথা বললে তারা জানান, আমরা নতুন করে বাংলাদেশকে গড়ার লক্ষ্য দেশটাকে সাজানোর কাজ করছি। সড়ক পরিস্কারের পাশাপাশি দেয়াল ও ডিভাইডার গুলোতে বিভিন্ন দিবস, স্লোগান ও নানান ইতিবাচক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। যাতে সৌন্দর্য ফুটে উঠে সড়কগুলোতে।

প্রশ্ন রাখা হয় এই খরচগুলো কি তাদের ব্যাক্তিগত ভাবে বহন করতে হচ্ছে কিনা। জবাবে তারা বলে অনেকে এই কাজগুলোর জন্য স্পন্সর করছে। তাই আমাদের তেমন কস্ট করতে হচ্ছে না অন্তত আর্থিক ভাবনার। কয়েকজন পথচারীদের সাথে কথা হলে তারা জানান – আমাদের সন্তানেরা খুব সুন্দর কাজ করতেছে। দেখতেও চোখের শান্তি। কিন্তু কতিপয় রাজনীতি ব্যাক্তিগন এই সমস্ত সুন্দর কাজ না করে আরো পোষ্টার ব্যানার লাগিয়ে নষ্ট করে দিচ্ছে এত সুন্দর জায়গাগুলো

।যেটা কারোই কাম্য নয়। যদি সমস্ত দেয়াল সড়ক ও ডিভাইডার গুলো এভাবে সাজানোর উদ্যোগ নেয়া হয়। তবে সুন্দরের পাশাপাশি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে উঠবে বলে মত ছাএ ছাত্রী সহ সাধারণ জনতার।

=========


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর