শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন

বিশ্ব লায়ন সেবা দিবস ঘিরে নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক / ২৬ সময়
আপডেট: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Oplus_131072

বিশ্ব লায়ন সেবা দিবস উপলক্ষে লায়ন্স জেলা ৩১৫ এ১-এর উদ্যোগে অক্টোবর সেবা সপ্তাহের কার্যক্রম এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে শুরু হয়।

জেলার গভর্নর ইন্জিনিয়ার মোহাম্মদ সেলিম মিয়া, লায়ন শারমিন সেলিম তুলি ও কল্পনা রাজিউদ্দীনসহ অন্যান্য লায়ন্স নেতৃবৃন্দের সাথে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

৪ অক্টোবর (শুক্রবার) রাজধানীর আগারগাঁও পর্যটন ভবন থেকে র‍্যালি শুরু হয়। দেড় হাজারেরও বেশি লায়ন ও লিও এর অংশগ্রহণে এটি উদযাপিত হয়।

পরে বি. এল. এফ মিলনায়তনে রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। এতে লায়ন, লিও সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এছাড়াও বিকেলে চারুকলা ইন্সটিটিউটে শিশু- কিশোরদের অংশগ্রহণে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৫০ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

বিশ্ব লায়ন সেবা দিবস উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রায় ১০০ ব্যাগ রক্ত সংগৃহীত হয়।

কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে জেলার গভর্নর ইন্জিনিয়ার মোহাম্মদ সেলিম মিয়া বলেন, অক্টোবর মাসব্যাপী আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। আর্তমানবতার সেবায় এবং ক্যান্সার সচেতনতা, চাইল্ডহুড ক্যান্সার ইত্যাদি মিলিয়ে ৮ টি বিষয়ে সেবা, সচেতনতা ও সম্ভাবনা নিয়ে এ কার্যক্রম থাকবে। আমাদের ১৭০টি ক্লাব এবং ৩২টি লিও ক্লাবের সমন্বয়ে কাজ করে যাব। আজকের আনুষ্ঠানিকতায় সবার মাঝে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। র‍্যালির মাধ্যমে আমরা মানুষদের মাঝে লায়নিজম এর বিষয়গুলো ছড়িয়ে দিতে চাই। যাতে মানুষ লায়ন পরিবারে আসে। আমাদের লায়ন পরিবারে যত বড় হবে আমরা মানুষের মাঝে তত বেশি সেবা দিতে পারবো।

আমরা বন্যাকবলিত এলাকাগুলোতে দেশী-বিদেশী অর্থায়নে কাজ করেছি। কলেজ পড়ুয়া অদম্য মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আমাদের পরিকল্পনা হচ্ছে। মাসে ২ হাজার করে ৩০ মাস মেয়াদি আর্থিক উপহার দেওয়ার প্রজেক্ট নিতে যাচ্ছি। আমরা ফ্রেন্ডশিপের মাধ্যমে শুরু করে ফেলোশিপ এবং পরবর্তীতে সদস্য করে থাকি।

১০৭ বছরের পুরনো সেবামূলক সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল। পৃথিবীর প্রায় ২০০টিরও বেশি দেশে সেবা কার্যক্রম পরিচালনা করছে। পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশেও প্রাকৃতিক দুর্যোগ, ডায়াবেটিস, ক্যান্সারসহ বিভিন্ন বিষয়ে সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। সম্প্রতি বন্যাকবলিত অঞ্চলে ২০ হাজার ডলার সমমূল্যের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

=========


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর