মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন

ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা

আশুলিয়া / ৭৩ সময়
আপডেট: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

গত ১৬ ই অক্টেবর আশুলিয়া থানার কাঠগড়ার নয়াপাড়া এলাকার অব: প্রাপ্ত সার্জেন্ট জহিরুল ইসলামের বাসার ছাদের কেসি গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নারী ও শিশু বাচ্চাকে জিমিম্ করে  নগদ দুই লাখ ৪৫ হাজার টাকা ও ৩২ ভরি স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায় এসময় বাড়িতে কোন পুরুষ লোক ছিল না।

ডাকাতির পর মামলার সূত্র ধরে আশুলিয়া থানার চৌকষ পুলিশ কর্মকর্তা অলককুমার এর নেতৃত্বে ক্লুলেস ঘটনার তথ্য প্রযুক্তি ব্যবহার করে কামরাঙ্গির চর থেকে ডাকাত দলের সদস্য জামাই স্বপনকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের দেয়া তথ্য মতে ঢাকা জেলার ডাকাত দলের সর্দার রফিককে কাশিমপুর থানার কাশিমপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডাকাতির সময় বাড়ির কর্তা চল্লিশ দিনের চিল্লায় ছিলেন এমনটি জানা যায়।

গ্রেফতার কৃত আসামিরা হলেন, ১। রফিক(৪০) পিতা-আব্দুল হামিদ, বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানায়। ২।ওহাব তালুকদার(৩৯) পিতা- মৃত জব্বার তালুকদার,বাড়ি শরিয়তপুর জেলার পালং থানার চরসন্ধী গ্রামে। ৩। স্বপন মিয়া(৪০) পিতা-আবুল কাশেম,বাড়ি ঢাকা জেলার কদমতলী মিরাজনগরে। ৪। মো: রুবেল(৩০) পিতা-শামছুল হক, বাড়ি ফরিদপুর জেলার বোয়ালামারি কুন্দাইল এলাকায়।

===========


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর