বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ অপরাহ্ন

গোপালগঞ্জে ২ লাখ ৪০ হাজার জাল টাকাসহ আটক-২

জুবায়ের হোসেন(বিশেষ প্রতিনিধি) / ৯৮ সময়
আপডেট: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট ও হাসপাতালের সামনে থেকে ২ লাখ ৪০ হাজার জাল টাকাসহ ২ জনকে আটক করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানাগেছে,রাতে  গোপন সংবাদের ভিত্তিতে  গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান সঙ্গীও ফোর্স নিয়ে  শহরের লঞ্চ ঘাট ও  সদর হাসপাতালের সামনে থেকে ২ লাখ ৪০ হাজার জাল টাকাসহ   ২০২৩ সালে ডিএমপির তুরাগ থানা এলাকার ডাচ বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ডাকাতি মামলার আসামি গোপালগঞ্জ সদর উপজেলার  হরিদাসপুর ইউনিয়ন হরিদাসপুর গ্রামের হিরু শেখের ছেলে হাবিবুর রহমান।

পরে তার সঙ্গীয় একই ইউনিয়নের ফকির কান্দি গ্রামের নওশের আলী শেখের ছেলে  রিপন শেখ ওরপে বাটু শেখ।  তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে ।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ মাজেদুর রহমান জানান,  রাতে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীও ফোর্স নিয়ে শহরের লঞ্চঘাট ও গোপালগঞ্জ সদর হাসপাতালের সামনে থেকে ২ লাখ ৪০ হাজার  জাল টাকাসহ হাবিবুর রহমান ও  রিপন শেখ ওরপে বাটু শেখকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলার প্রস্থতি চলছে।

==========


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর