বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:০৬ অপরাহ্ন

কাজে যোগ দিয়েছেন টিঅ্যান্ডজেড কারখানার শ্রমিক

গাজীপুর / ৫৭ সময়
আপডেট: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

গাজীপুরের টিঅ্যান্ডজেড অ্যাপারেলস গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা শনিবারে কাজে যোগ দিয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) সকালে শ্রমিকরা আগের মতোই কারখানায় কাজে যোগ দেন।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন আন্দোলনের পর শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ। এরপর শ্রমিকরা শনিবার সকালে শান্তিপূর্ণভাবে কারখানায় কাজে যোগদান করেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় টিঅ্যান্ডজেড অ্যাপারেলস গ্রুপের পাঁচটি কারখানার ৩ হাজার ৬২০ জন শ্রমিক ও ১২০ জন স্টাফের বেতন শ্রমিকদের অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা হয়।

পুলিশ, শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের মোগরখাল এলাকায় টিঅ্যান্ডজেড গ্রুপের পাঁচটি কারখানা রয়েছে। এসব কারখানার মধ্যে টিঅ্যান্ডজেড অ্যাপারেলস লিমিটেডে শ্রমিকের সংখ্যা দুই হাজার ৮০০ জন, বেসিক ক্লথিং লিমিটেডে ৪২০ জন, অ্যাপারেল আর্ট লিমিটেডে ৪০০ জন শ্রমিক রয়েছে। এছাড়া এক্সপো কার্টনে ৪০ জন এবং এমএনএস ইয়ার্ন ডায়িংয়ে ৮০ জন স্টাফ রয়েছে। এর মধ্যে প্রথম তিনটিতে শ্রমিকদের অক্টোবর ও সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া ছিল। আর শেষের দুটিতে স্টাফদের বেতন ও সার্ভিস বেনিফিট বকেয়া ছিল। গত ৯ নভেম্বর সকাল ৯টা থেকে টিঅ্যান্ডজেড গ্রুপের পাঁচটি কারখানার প্রায় দুই হাজার শ্রমিক বকেয়া বেতনের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি মোঘরখাল এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। আন্দোলন চলে টানা তিন দিন। পরে শ্রম মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান ঘোষণা দেন, সরকার শ্রমিকদের পাওনা পরিশোধ করবে। পরে মন্ত্রণালয়ে শ্রমিক প্রতিনিধিদের নিয়ে সরকার ও মালিকপক্ষের বৈঠক হয়। গত সোমবার রাতে শ্রম ভবনে ত্রিপক্ষীয় বৈঠকে টিঅ্যান্ডজেড গ্রুপের ৩১ জন শ্রমিক প্রতিনিধি, বিজিএমইএর নেতারা এবং শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সর্বসম্মতিক্রমে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। সমঝোতায় বলা হয়, ১৭ নভেম্বরের মধ্যে শ্রমিকদের সেপ্টেম্বর মাসের এবং ৩০ নভেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে এবং কারখানাগুলো কর্তৃপক্ষ দ্রুত খুলে দেবে। এছাড়া ৩০ নভেম্বরের আগে কেউ যদি আবার সড়ক অবরোধ করেন, তাহলে টাকা পরিশোধ করা হবে না। পরে শ্রমিকরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলে সোমবার রাত ১০টার পর থেকে ওই সড়কে যান চলাচল শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর