বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪ পূর্বাহ্ন

জার্মানিতে গবেষণা শিক্ষায় সহায়তার আবেদন

নিজস্ব প্রতিবেদক / ৭ সময়
আপডেট: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
স্কলারশিপ সুযোগ বৃদ্ধি, গ্রিন টেক্সটাইলস ও টেকসই পোশাকশিল্প বিষয়ে উচ্চতর গবেষণাসহ বিভিন্ন বিষয়ে সহায়তা দেয়ার জন্য জার্মান কারিগরি সহযোগিতা সংস্থা জিআইজেডকে আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।  
স্কলারশিপ সুযোগ বৃদ্ধি, গ্রিন টেক্সটাইলস ও টেকসই পোশাকশিল্প বিষয়ে উচ্চতর গবেষণাসহ বিভিন্ন বিষয়ে সহায়তা দেয়ার জন্য জার্মান কারিগরি সহযোগিতা সংস্থা জিআইজেডকে আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।  

স্কলারশিপ সুযোগ বৃদ্ধি, গ্রিন টেক্সটাইলস ও টেকসই পোশাকশিল্প বিষয়ে উচ্চতর গবেষণাসহ বিভিন্ন বিষয়ে সহায়তা দেয়ার জন্য জার্মান কারিগরি সহযোগিতা সংস্থা জিআইজেডকে আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ইউজিসিতে কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের সঙ্গে জিআইজেডের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে এই সহযোগিতা চাওয়া হয়।

এ সাক্ষাৎকালে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, সচিব ড. মো. ফখরুল ইসলাম, ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক জেসমিন পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। জিআইজেডের প্রকল্প ব্যবস্থাপক ড. ক্রিশ্চিয়ান বোচম্যান তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

জিআইজেড প্রতিনিধিদল উচ্চশিক্ষা প্রকল্পগুলো বাস্তবায়নে ইউজিসির অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন।

গ্রিন টেক্সটাইলস ও টেকসই পোশাকশিল্প বিষয়ে উচ্চতর গবেষণা সহায়তা, জার্মানিতে এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু ও স্কলারশিপ সুযোগ বৃদ্ধি করা, শিক্ষক প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে সহায়তা প্রদানের জন্য ইউজিসি’র পক্ষ থেকে আহ্বান জানানো হয়। এছাড়া জিআইজেড বাস্তবায়নাধীন তিন প্রকল্পের প্রভাব মূল্যায়ন করারও অনুরোধ করা হয়।

সভায় জিআইজেডের আর্থিক সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবেল টেক্সটাইলস ইন বাংলাদেশ (হেল্ড)’ কিক মেকস দ্য ডিফারেন্স এবং আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাসটেইনেবিলিটি চেয়ার স্থাপন প্রকল্প বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

হেল্ড প্রকল্পের আওতায় বাংলাদেশের টেক্সটাইলস শিক্ষা এবং এ খাতে দক্ষ মানব সম্পদ তৈরিতে কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। কিক প্রকল্পের অধীনে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং সাসটেইনেবিলিটি চেয়ার প্রতিষ্ঠার মাধ্যমে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে টেক্সটাইল বিষয়ে পাঠ্যক্রম প্রণয়নে সহায়তা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর