বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বৈরাচারের মাথা পালিয়ে গেছে কিন্তু লেজ রয়ে গেছে-তারেক রহমান সকল শিক্ষার্থীরা প্রত্যেকে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করবে স্বপ্ন প্রধান উপদেষ্টার নেশা করে স্ত্রীকে কুপিয়ে হত্যা আওয়ামীলীগ সরকারের আমলে৮০ হাজার কোটি টাকা দূর্নীতির অভিযোগ উত্তরায় সড়ক বন্ধ করে স্টেজ তৈরী! পথচারীদের ক্ষোভ ২৬সালের প্রথমদিকে জাতীয় নির্বাচন -ড.ইউনূস স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও তিমুর-লেস্তের প্রেসিডেন্টের শ্রদ্ধা স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হারালো বাংলাদেশ শ্রীনগরে বেগম জিয়ার রোগমুক্তি এবং বাড়ৈখালী ইউনিয়ন জাসাস কমিটি ঘোষণা

সকল শিক্ষার্থীরা প্রত্যেকে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করবে স্বপ্ন প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক / ৪ সময়
আপডেট: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
সকল শিক্ষার্থীরা প্রত্যেকে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করবে স্বপ্ন প্রধান উপদেষ্টার
সকল শিক্ষার্থীরা প্রত্যেকে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করবে স্বপ্ন প্রধান উপদেষ্টার

ঢাকা,  মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) প্রফেসর এম আমিনুল ইসলাম বলেছেন, প্রধান উপদেষ্টার স্বপ্ন হলো সকল শিক্ষার্থীরা প্রত্যেকে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করবে। তিনি দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হোয়ার জন্য উদ্বুদ্ধ করেন। এতে সেলফ সাসটেইনেবল ডেভেলপমেন্টের পাশাপাশি দেশের উন্নয়ন সাধন করতে পারবে।

আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঢাকায় সারাদেশে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, একসময় মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ভর্তির ক্ষেত্রে ভালোদের জন্য বিশেষ ব্যবস্থাপনা ছিল। শুধু মেধাবীরাই ভালো স্কুলে পড়ার সুযোগ পেত। কমমেধাবীরা পেছনে পড়ে থাকত। কমমেধাবীদের পশ্চাদে রাখা যাবে না, তাদেরকে উঠিয়ে আনতে হবে। লটারি সিস্টেম চালু হওয়াতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখন সমন্বয়ের ভিত্তিতে ছাত্রছাত্রীরা ভর্তির সুযোগ পাচ্ছে। এতে ভালো ও মন্দের সমন্বয় হবে বলে মনে করি।

তিনি বলেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে জানা গেছে কম মেধাবীদের উঠিয়ে আনার জন্য অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতেছে। তারা কম মেধাবীদের উঠিয়ে আনার জন্য উদ্যেগ গ্রহণ করেছে এবং অনেক ক্ষেত্রে সফল হয়েছে।কমমেধাবী ছাত্রছাত্রীদের পাঠদানে মনোযোগ ও স্কুলমুখী করার জন্য অনেক প্রতিষ্ঠানের শিক্ষকরা কাজ করে যাচ্ছে। এতে বিভিন্ন অঞ্চলে শিক্ষাঙ্গনে বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

প্রফেসর এম আমিনুল ইসলাম বলেন, আমি মনে করি, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এসকল প্রতিষ্ঠানে যেসব ছোট ছোট শিশুরা অধ্যয়ন করে তাদের অদম্য ক্রিয়েটিভিটি থাকে। তাদের এই ক্রিয়েটিভিটি জাগ্রত করতে হলে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে এবং শিক্ষকদের ভূমিকা পালন করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা শিশুদের এই ক্রিয়েটিভিটির মূল্যায়ন করে না। প্রশ্নের উত্তর মুখস্থ করে পরীক্ষায় পাশ করার উদ্দেশ্যে তাদের ছেড়ে দেওয়া হয়। যার কারণে তারা শুধু প্রশ্ন মুখস্থ করে পরীক্ষা দেয়। এতে তাদের ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায়। আমাদের শিক্ষার্থীদের মাঝে  ক্রিয়েটিভিটি জাগ্রত করতে হলে শিক্ষকদের উদ্যেগ গ্রহণ করতে হবে। আমাদের ছোট ছোট ছাত্রছাত্রীদের মাঝে মূল্যবোধ তৈরি করতে হবে। মূল্যবোধ পরিবার থেকে তৈরি হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে, অনেক  শিশুদের মাঝে মূল্যবোধ তৈরি হয়না। শিশুদের মধ্যে মূল্যবোধ তৈরি করার জন্য স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের ভূমিকা নিতে হবে । কারণ শিশুরা স্কূল ও মাদ্রাসায় বেশি সময় কাটায়। বর্তমানে প্রথমে পঞ্চম শ্রেণীতে মূল্যবোধের উপর বই পুস্তকে লেখা থাকবে। আমি মনে করি, প্রথম শ্রেণী হতেই মূল্যবোধের উপর কিছু কিছু লেখা থাকতে পারে।

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে মানসম্মত, যুগোপযোগী ও বিশ্বমানের করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা শিক্ষা ব্যবস্থায় বরাদ্দ অনেক বেশি বাড়িয়ে দেয়ার জন্য অভিপ্রায় ব্যক্ত করেছেন। তিনি শিক্ষাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকেন।

তিনি আরোও বলেন, ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি তাদের কর্মক্ষম করে তুলতে হবে। তাদের কর্মক্ষম করে তুলতে পারলে দেশে ও বিদেশে তারা চাকরির ব্যাপক সুযোগ পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর