সংবাদ শিরোনাম
উত্তরায় সড়ক বন্ধ করে স্টেজ তৈরী! পথচারীদের ক্ষোভ
উত্তরা আজমপুরে আমির কমপ্লেক্সের উত্তর পাশের সড়কটি বন্ধ করে স্টেজ বানানো হচ্ছে এমনটি অভিযোগ পথচারীদের।
১5 ডিসেম্বর সন্ধ্যার দিকে স্টেজ তৈরীর কাজে ব্যস্ত একজনকে, রাস্তা বন্ধ করে এসব কি করছেন আর কে বানাতে বলছে আপনাকে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখানে বিজয় দিবস উদযাপন করা হবে। তবে আমার মালিক বলতে পারবে কে বানাতে বলছে।
বিজয় দিবস কিংবা বিশেষ কোন অনুষ্ঠানেও সড়ক বন্ধ করে স্টেজ তৈরী করা হলে পথচারী ও যাতায়াতকারী সকলের জন্য ভোগান্তি তৈরী হয়, যেকারণে সড়ক সব সময় উন্মুক্ত রাখা উচিত। গেল আওয়ামীলীগ সরকারের আমলে দেখা গেছে ছোট বড় সব অনুষ্ঠানেই এই সড়ক তারা ব্যবহার করেছে। এমনকি বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদেরকে হামলার নীল নকশা এই জায়গা থেকেই করা হতো। এছাড়াও আওমীলীগের সন্ত্রাসী বাহিনীদের ভুড়ি ভোজনের ব্যবস্থাও আমির কমপ্লেক্সের পাশেই করা হতো। পথচারী জুবায়ের হোসেন জাানন, রাস্তা বন্ধ করে জনগণকে কষ্ট দিয়ে বিজয় দিবস উদযাপন কতটা যুক্তি যত?
বিজয় দিবস উদযাপনের জন্য উত্তরায় অনেক মাঠ আছে। সেখানে আপনারা কেন যাচ্ছেন না?
এভাবে অনেকের কাছ থেকে ক্ষোভের কথা শুনতে পাওয়া যায়।
সড়ক হবে উন্মুক্ত সবার চলাচলের উপযোগী এমন প্রত্যশাই সবার।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর