সংবাদ শিরোনাম
সোশ্যাল মিডিয়ায় ভাসছে পূর্নিমার নতুন ছবি
পূর্নিমা’ নাম শুনলে অনেকের মনে রোমান্টিক একটা ভাব তৈরী হয়, বিশেষ করে পুরুষের। ৯০ দশকের অভিনেত্রি পূর্নিমা বাংলাদেশের চলচিত্র জগতে এক অদ্বিতীয় নাম । সুন্দর চেহারা ও স্লিম গঠনের অধিকারী এই নায়িকা অভিনয়ের মাধ্যমে মন কেড়েছেন অগনিত ভক্তের।
ক্যারিয়ার ও ব্যাক্তি জীবনে সব সময় হাঁসি খুসি থাকতে দেয়া যায় এই জনপ্রিয় নায়িকাকে। এবারও তার ব্যাতিক্রম ঘটেনি। শীতের উষ্ণতা ছড়িয়ে দিতে নতুন লুকে আবারও সোশ্যাল মিডিয়ায় প্রায় দেখা মিলছে পূর্নিমার নতুন নতুন ছবি।
৯০ দশকের নায়িকা হয়েও বর্তমানে এখেনো তার কদর কোন অংশে কমেনি । চলচিত্র থেকে শুরু করে মিডিয়া জগতে। নতুন কোন ছবি পোস্ট হলেই সঙ্গে সঙ্গে ভক্তদের লাইক কমেন্টেসে ভাসতে থাকেন তিনি।
সামনে আবারো নতুন কোন অভিনয়ের মাধ্যমে ভক্তদের মনে সাড়া জাগাবে সেই প্রত্যাশাই এখন সবার।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর