শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক

নিজস্ব প্রতিবেদক / ২ সময়
আপডেট: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

ঢাকা, ২০ ডিসেম্বর ২০২৪:

অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ আজ সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

প্রদত্ত শোকবাণীতে নেতৃদ্বয় বলেন, মরহুম এ এফ এম হাসান আরিফ সুপ্রীম কোর্টের একজন প্রাজ্ঞ আইনজীবি ছিলেন। তিনি ২০০৮ সালে গঠিত তত্ত্বাবধায়ক সরকারেরও অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন।

বাংলাদেশ সরকারের এটর্নি জেনারেল হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। নিষ্ঠা ও সাহসিকতার সাথে দায়িত্বপালনে তৎপর থাকতেন। তাঁর মত একজন গুণী ব্যাক্তিকে হারিয়ে আমরা শোকাহত। মহান রাব্বুল আলামীনের দরবারে তাঁর জন্য মাগফিরাত কামনা করছি। মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর