বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন

১৭ বছর বিএনপির নেতাকর্মীদের উপর ষ্টিম রোলার চালিয়েছে-আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক / ৩৬ সময়
আপডেট: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা মামলা নির্যাতন গুম সহ ষ্টিম রোলার চালিয়েছে আওয়ামীলীগ ও তাদের দোসররা। এখনো তাদের দোসররা বসে নেই, বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ খেকে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

রোববার বিকেলে রাজধানীর তুরাগের কামারপাড়া হাইস্কুল মাঠে তুরাগ থানা বিএনপির কর্মিসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এসব কথা বলেন।

উক্ত কর্মিসভা ও কর্মশালায় তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড, মাহ্দী আমিন, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন, আফাজ উদ্দিন, সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জামির হোসেন, উত্তর সেচ্ছাসেবক দলের সহসভাপতি মোস্তফা কামাল হৃদয়, তুরাগ থানা বিএনপির হাজী জহিরুল ইসলাম, চান মিয়া বেপারী, রিপন তালুকদার ঢালী, আলী আহমেদ, আলমাস আলী, উত্তরা পশ্চিম থানা বিএনপির আব্দুস সালাম, আওলাদ হোসেন, মোস্তফা সরকার, আলমগীর হোসেন শিশির, আলফাজ আহমেদ প্রমূখ।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, বিগত বছরের পর বছর এই এলাকায় আওয়ামীলীগের নেতাকর্মিরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের অত্যাচারে আমাদের দলের নেতাকর্মীরা এলাকায় থাকতে পারতেন না। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ সততা ও নিষ্ঠার সাথে রাজনৈতিক কর্মকান্ড করতে হবে। আমাদের দলে সন্ত্রাসী কর্মকান্ডের কোন স্থান নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর