শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২২ অপরাহ্ন

বিজিবি সদস্যের বিরুদ্ধে খামারিকে জিম্মি করে ঘুষ দাবির অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

কসবা প্রতিনিধি(ভ্রাম্মণবাড়িয়া) / ৪৯ সময়
আপডেট: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

ব্রাহ্মণপাড়া শশীদল ক্যাম্পের বিজিবির নায়েক বাবুলের বিরুদ্ধে আবু হানিফ চৌধুরী  নামে এক খামারি ব্যক্তির খামারের গরু চালান করে দেবে ভয় ভীতি দেখিয়ে ভারতীয় গরু দেশে আসতে সহযোগীতা করার বিনিময়ে লাখ টাকার ঘুষ নেওয়ার  এবং বিভিন্ন মামলার আসামি করার ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ১২ অগাস্ট  সোমবার আবু হানিফ চৌধুরী  ওই বিজিবি সদস্যের বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর করে  সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুলিপি দেন সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ, সচিবালয়, ঢাকা। সেক্টর কমান্ডার, বার্ডার গার্ড বাংলাদেশ, সেক্টর সদর দপ্তর, কুমিল্লা, জেলা প্রসাশক, ব্রাহ্মণবাড়িয়া,জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ব্রাহ্মণবাড়িয়া, র‍্যাব কর্মকর্তা, ব্রাহ্মণবাড়িয়া (আঞ্চলিক অফিস)। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা, কসবা থানা প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কসবা উপজেলা শাখা একটি অভিযোগ করেছেন।  আবু হানিফ চৌধুরী কসবা উপজেলার
বায়েক ইউনিয়ন গ্রামের বাসিন্দা। পেশায় তিনি গবাদিপশু খামারির।

স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর  তার অভিযোগের গোপন  তদন্ত মাধ্যমে বিজিবি সদস্য নায়েব বাবুল আইন আওতায় এনে বিচারে দাবীতে অভিযুক্ত বিজিবি সদস্য নায়েক বাবুল শশীদল, সালদা ক্যাম্পে বিজিবি নায়েক কর্মরত ছিলেন। স্মারকলিপি  আবু হানিফ চৌধুরী  উল্লেখ করেছেন,

সালদা ও শশীদল চোরাকারবারিদের সাথে যোগসাজসে আমার মত খামারিদের জিম্মি করে ঘুষ, দুর্নীতি, অনিয়ম সহ এই ধরনের  অপকর্ম করে আসছে তার অপকর্ম প্রমান আমার কাছে রক্ষিত আছে ।

কসবা উপজেলা বায়েক সীমান্তে,ব্রাহ্মণপাড়া সালদা শশীদল  চোরাকারবারীদের সাথে  প্রতিনিয়ত তার একাধিক  নাম্বারে ও ইমু ওয়াট অ্যাপে মাধ্যমে যোগাযোগ করে অত্র বার্ডারে ভারতীয় পন্য দেশে আসতে সহযোগীতা করছেন লাখ টাকার বিনিময়ে।   তিনি বিজিবি সদস্য নায়েব  বাবুল তিনটি ব্যবহৃিত  নম্বর তুলে ধরে উন্নত প্রযুক্তি মাধ্যমে পর্যালোচনায় করিলে উক্ত চোরাকারবারিদের সাথে কথাগুলো শুনতে’ পারবেন। ভিআইপি সদস্য বাবুল বেপরোয়া, বৃদ্ধদের সাথেও তিনি খারাপ আচরণ করেন। তার ভয়ে সীমান্তে কেউ মুখ খোলার সাহস পান না। তিনি আরো বলেন: ভিডিও……১

বৈষম্য বিরোধী আন্দোলনে দেশ যখন বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, প্রতিবাদ, দাবী তুলে ধরে  সংস্কারের কাজ চলছে ঠিক তখনি খামারি আবু হানিফ চৌধুরী গত কয়েক মাস আগের অত্র সীমান্তে ক্ষমতাসীনদের নেতৃত্বে ঘটে যাওয়া  চিত্র ও শশীদল ক্যাম্পের নায়েক বাবুল ও তার সহযোগীদের ঘুষের বিষয়টি গোপন তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগ দেওয়ার বিষয়ে গত ১৫ আগষ্ট রোজ বৃহস্পতিবার বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কমিল্লা অধীনেস্থ সেক্টর কমান্ডার কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন: ‘অভিযোগটি  আমার হাতে এখনো পাইনি।  হাতে পেল আপনাদের জানাবো এবং  বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

=========


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর