বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বৈরাচারের মাথা পালিয়ে গেছে কিন্তু লেজ রয়ে গেছে-তারেক রহমান সকল শিক্ষার্থীরা প্রত্যেকে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করবে স্বপ্ন প্রধান উপদেষ্টার নেশা করে স্ত্রীকে কুপিয়ে হত্যা আওয়ামীলীগ সরকারের আমলে৮০ হাজার কোটি টাকা দূর্নীতির অভিযোগ উত্তরায় সড়ক বন্ধ করে স্টেজ তৈরী! পথচারীদের ক্ষোভ ২৬সালের প্রথমদিকে জাতীয় নির্বাচন -ড.ইউনূস স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও তিমুর-লেস্তের প্রেসিডেন্টের শ্রদ্ধা স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হারালো বাংলাদেশ শ্রীনগরে বেগম জিয়ার রোগমুক্তি এবং বাড়ৈখালী ইউনিয়ন জাসাস কমিটি ঘোষণা

নাটরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নাটর / ১৬ সময়
আপডেট: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
নাটোরের লালপুরে মো. সাইফুল ইসলাম (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নাটরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নাটোরের লালপুরে মো. সাইফুল ইসলাম (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিজ বাড়ির গেটের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সাইফুল একই উপজেলার ৯ নম্বর এবি ইউনিয়নের ওই বামুনগ্রাম গ্রামের মো. ইমারত আলী মুন্সির ছেলে। তিনি মুদি দোকানের ব্যবসা করতেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার সময় বামুনগ্রাম বাজারে নিজ দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন সাইফুল। পথে বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিজ বাড়ির গেটের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে চলে যায়। এ সময় স্থানীয়রাসহ স্বজনরা টের পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ওসি বলেন, কি কারণে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। কারও সঙ্গে পূর্ব বিরোধ ছিল কি না তাও পরিবার থেকে নিশ্চিত করে বলতে পারছেন না। বিষয়টি উদঘাটন করে দেখা হচ্ছে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের শনাক্ত করাসহ গ্রেপ্তারের পুলিশ তৎপর রয়েছে। পাশাপাশি কারও সঙ্গে পূর্ব বিরোধ ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর