সংবাদ শিরোনাম
৩৩ বছরের জীবনে ১৪ বছর কারাগারে, শেষে ডাকাত সন্দেহে গণপিটুনিতে মৃত্যু
ছয় বছর তিন মাস আগে একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মর্দাসাদী গ্রামের বাসিন্দা শের আলী (৩৩)। জমি বিক্রির টাকায় জামিন নিয়ে গত বৃহস্পতিবার জেল থেকে বের হন। এর তিন দিন পর গত রোববার দিবাগত রাতে সোনারগাঁর বাঘরী বিলে ডাকাত সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে শের আলীসহ চারজনের মৃত্যু হয়।
শের আলী অস্ত্র, ডাকাতিসহ অন্তত আটটি মামলার আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ। গণপিটুনিতে নিহত বাকি তিনজনের পরিচয় পাওয়া গেলেও শের আলীর পরিচয় পাওয়া যাচ্ছিল না। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে নিহত ব্যক্তিদের লাশ নিতে আসা স্বজনেরা শের আলীর লাশও শনাক্ত করেন। পরে তাঁদের কাছ থেকে মুঠোফোন নম্বর নিয়ে যোগাযোগ করা হলে স্বজনেরা শের আলীর পরিচয় নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর