শাহাদাত কবিরের কফিনে জাতীয় পার্টির শ্রদ্ধা
জাতীয় পার্টির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক, জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তর ও তেজগাঁও কলেজ শাখার সাবেক সভাপতি শাহাদাত কবির চৌধুরী (৫২) শুক্রবার রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার বাদ জোহর তেজগাঁও কলেজ ক্যাম্পাসে জানাজা শেষে তার লাশ কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হয়।
সেখানে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর পক্ষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জহিরুল আলম রুবেল, সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম মহাসচিব আব্দুল হামিদ ভাসানী, মো. বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, সম্পাদক মণ্ডলীর সদস্য আহাদ ইউ চৌধুরী শাহীন। জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির নেতা হুমায়ুন কবির, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান কামাল এবং জাতীয় ছাত্র সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক হাসান প্রতিক প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।