বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন

আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ-এমন প্রত্যয়ে দিনাজপুরে মতবিনিময়ে সভা

রিপোর্টার নাম: / ৩৮ সময়
আপডেট: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

মনজিদ আলম শিমুল,দিনাজপুর প্রতিনিধি: শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ -এমন প্রত্যয়ে দিনাজপুর সরকারি কলেজে সরকারি কলেজ ছাত্রদল আয়োজিত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে সরকারি কলেজ অডিটোরিয়ামে এই মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি সাঈদ আহমেদ।

বৈশ্বিক রাজনীতির পট পরিবর্তনের হাওয়ায় বাংলাদেশের ছাত্র রাজনীতিতেও পরিবর্তন অনস্বীকার্য। তাই শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ এমন আলোচনা এখন সময়োচিত। দুই বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, ন্যায়পাল নিয়োগ ইত্যাদি বিভিন্ন পরিবর্তনের কথা বলছেন আমাদের মহান নেতা তারেক জিয়া যা এখন সময়ের দাবি। বৈষম্য বিলোপের যে স্বপ্ন নিয়ে বাংলাদেশে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে সে স্বপ্ন বাস্তবায়ন করাই ছাত্রদলের মুখ্য উদ্দেশ্য। যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করেই আমরা সে লক্ষ্যে পৌঁছাতে চাই।

দিনাজপুর জেলা ছাত্রদল নেতা রেজাউর রহমান রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলী লোকমান, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল রানা ও দিনাজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুজার সেতু সহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মতবিনিময় সভায় অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর