গোপালগঞ্জে জাতির পিতার সমাধিতে সঙ্গীতশিল্পী ফিরোজ প্লাবনের শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক মোঃ ফিরোজ প্লাবন কিবরিয়া। মঙ্গলবার দুপুরে তিনি জাতির পিতার সমাধিবেদীতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন শেষ ১৫-আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় পবিত্র ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের জানান, তিনি ছোটবেলা থেকে তিনি বঙ্গবন্ধুর আদর্শ লালন করেছেন। নৌকার গান গেয়ে তিনি সারাদেশে জনপ্রিয়তা লাভ করেছেন। এবারে উপজেলা নির্বাচনে তার নিজ এলাকা ভোলা জেলার চরফ্যাশন উপজেলা থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তাই প্রচারণা শুরুর আগে তিনি জাতির পিতার মাজারে এসেছেন তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে!
এ সময় প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।