বুধবার, ২২ মে ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিরাজদিখানের পৃথক স্থানে মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মঈনুল হাসান নাহিদের উঠান বৈঠক দুই জেলায় দুদকের অভিযান সাভার উপজেলায় ভোটার শূন্য নির্বাচিনী ক্যাম্প  ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন রুবেল হোসাইন জয় গজারিয়া সাংবাদিকের উপর হামলা! থানার সামনে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি সিরাজদিখানের মালখানগরে চেয়ারম্যান প্রার্থী মঈনুল হাসান নাহিদের ব্যপক গণসংযোগ শ্রীনগরে আচরণবিধি লঙ্ঘন! স্কুল-কলেজে নির্বাচনী ক্যাম্প মন্ত্রিসভায় এপোস্টল কনভেনশন স্বাক্ষরের অনুমোদন গজারিয়ায় যুগান্তর প্রতিনিধি জসিম উদ্দিনের উপর সন্ত্রাসী হামলা ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার

নিজস্ব প্রতিবেদক / ২৮ সময়
আপডেট: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সংবাদপত্রের ডেস্কে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন ডিবিসি নিউজের মুক্তাদির অনিক। আর সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশের আলোর জাওহার ইকবাল।

মঙ্গলবার (৩০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে ৩৫৯ ভোট পেয়ে মুক্তাদির অনিক বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে এম শহীদুল হক ২৩২ ভোট এবং আবুল কালাম আজাদ পান ২২৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে জাওহার ইকবাল খান ৪৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবীর আলমগীর পেয়েছেন ৩১৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে শহীদ রানা ৪৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌফিক অপু পেয়েছেন ৩২৯ ভোট।

নির্বাচনে সহসভাপতি পদে আলী ইমাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনির আহমাদ জারিফ, কোষাধ্যক্ষ পদে নাজিম উদ-দৌলা সাদি, দফতর সম্পাদক পদে জাফরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আরিফ আহমেদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে তারেক হোসেন বাপ্পি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদ হাসান, কল্যাণ সম্পাদক পদে মীম ওয়ালী উল্লাহ এবং নারী বিষয়ক সম্পাদক পদে ফারজানা নাজনীন ফ্লোরা বিজয়ী হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে শামসুল আলম সেতু, আনজুমান আরা শিল্পী, আজুমান আরা মুন, জেসমিন জাহান, তানজিমুল নয়ন, মাশরেকা জাহান ও মোহাম্মদ আবু ইউসুফ বিজয়ী হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর